Ajker Patrika

ছাদখোলা গাড়িতে ‘শোডাউন’ করে ২ বছর পর ফের আ. লীগে মেয়র সেলিম

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ২৩: ৩৯
ছাদখোলা গাড়িতে ‘শোডাউন’ করে ২ বছর পর ফের আ. লীগে মেয়র সেলিম

ছাদখোলা প্রাইভেটকারে মেয়র সহিদুজ্জামান (সেলিম), সঙ্গে বিশাল মোটরসাইকেল বহর। এভাবেই দুই বছর পর আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হলেন সেলিম। আজ রোববার বিকেলে এ মোটরসাইকেল শোডাউন করেন তিনি। 

 ২০২১ সালের ৩০ জানুয়ারি কোটচাঁদপুর পৌরসভার নির্বাচনে নৌকা প্রার্থীর প্রতিদ্বন্দ্বী প্রার্থী হন সহিদুজ্জামান (সেলিম)। এ কারণে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়। এরপর থেকে আওয়ামী লীগের কোনো সভা সমাবেশে তাঁকে আর দেখা যায়নি। 

 ২০২২ সালে ১৭ ডিসেম্বর গণভবনে আওয়ামী লীগের জাতীয় কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী সাধারণ ক্ষমার লিখিত চিঠি পান মেয়র সহিদুজ্জামান (সেলিম)। 

এর পরিপ্রেক্ষিতে আজ বিকেলে মোটরসাইকেল বহর নিয়ে ছাদখোলা প্রাইভেটকারে চড়ে আওয়ামী লীগের রাজনীতিতে আবার সক্রিয় হলেন তিনি। সেলিম দীর্ঘদিন কোটচাঁদপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন। 

ছাদখোলা গাড়িতে মেয়রের শোডাউন। ছবি: আজকের পত্রিকাশোডাউনে ছিলেন—কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান শরিফুনেসা মিকি, যুবলীগ সভাপতি মেহেদী হাসান বুলবুল, সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র সোহেল আরমান, কোটচাঁদপুর পার প্যানেল মেয়র (২) ও স্বেচ্ছা-সেবক লীগের আহ্বায়ক জাহিদ হোসেন, কাউন্সিলর সোহেল আল মামুন। 

এর আগে শোডাউন উপলক্ষে দুপুর থেকে স্থানীয় বালক বিদ্যালয় মাঠে নেতা কর্মীরা জড়ো হতে থাকেন। বিকেল ৪টার সময় মেয়র সহিদুজ্জামান সেলিম আসেন মাঠে। স্লোগানে মুখরিত শোডাউনটি বিদ্যালয় মাঠ থেকে বের হয়। পরে মিছিলটি পৌরসভার প্রতিটি সড়ক প্রদক্ষিণ করে বাজার চত্বরে এসে শেষ হয়। 

সমাবেশে সেলিম বলেন, ‘আমি আওয়ামী লীগে ছিলাম, আওয়ামী লীগের রাজনীতিতে ফিরেছি। মাঝ পথে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছিল। আমি যতদিন বাঁচব আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেই থাকতে চাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত