Ajker Patrika

শিশুর কান্না শুনে দরজা ভেঙে প্রতিবেশীরা দেখল দম্পতির ঝুলন্ত লাশ

বেনাপোল প্রতিনিধি
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ১৭: ৪৫
শিশুর কান্না শুনে দরজা ভেঙে প্রতিবেশীরা দেখল দম্পতির ঝুলন্ত লাশ

যশোরের বেনাপোলে এক দম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে বেনাপোল বন্দর থানার বাহাদুরপুর গ্রামের একটি ভাড়া বাড়ি থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। এই দম্পতির ছয় মাসের কন্যাসন্তান আছে। তার কান্না শুনে প্রতিবেশীরা ঘরের দরজা ভেঙে একই শাড়িতে দম্পতিকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়।

পুলিশ বলছে, ঋণের কারণে সর্বস্বান্ত হয়ে স্বামী-স্ত্রী একসঙ্গে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

নিহত ইয়ামিন (২৮) ও তাঁর স্ত্রী তনু বেগম (২৪) বেনাপোল বন্দর থানার বাহাদুরপুর ইউনিয়নের বাসিন্দা। তাঁদের সন্তান খাদিজা খাতুন বর্তমানে নানা-নানির হেফাজতে আছে।

ইয়ামিনের মামাতো ভাই মামুন হোসেন বলেন, ‘ইয়ামিন পেশায় একজন পোলট্রি ব্যবসায়ী। সম্প্রতি সে অনলাইনে জুয়া খেলে অনেক ধারদেনা করেছে। ধারদেনা পরিশোধ করার জন্য তার একমাত্র সম্বল নিজ ভিটা বিক্রি করেও সম্পূর্ণ দেনা পরিশোধ করতে পারেনি। এক সপ্তাহ হয়েছে তারা বাহাদুরপুর বাজারের আব্দুর রহিমের বাসায় বাস করছিল। পরিবারের নিষেধ সত্ত্বেও জুয়ার আসরে বসত ইয়ামিন। ধারণা করছি, পাওনাদারদের দেনা পরিশোধ নিয়ে মানসিক চাপ ও পারিবারিক অশান্তিতে আজ ভোরে কোনো একসময় স্বামী-স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।’ 

মামুন হোসেন আরও বলেন, সকালে তাঁদের ঘর থেকে শিশু খাদিজার কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল। পরে প্রতিবেশীরা ঘরের দরজা ভেঙে ঢুকে তাঁদের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। এ সময় খাদিজা বিছানায় ছিল। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। 

বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান জানান, এমন মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমেছে। শিশুটির ভবিষ্যৎ নিয়ে ভাবিয়ে তুলেছে পরিবারকে। জানা মতে, প্রতিবেশীর পাল্লায় পড়ে জুয়ায় আসক্তের কারণে অর্থনৈতিক ক্ষতি ও দেনার কারণে একটি পরিবার ধ্বংসের কারণ হয়ে দাঁড়াল। এখান থেকে অন্যদের শিক্ষা আর সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, ভাড়া বাসা থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আত্মহত্যা এবং মৃত্যুর প্রাথমিক কারণ ঋণগ্রস্ত হয়ে মানসিক চাপ বলে জানা গেছে। তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত