Ajker Patrika

ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত, আহত ৮

প্রতিনিধি, ভেড়ামারা (কুষ্টিয়া)
ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত, আহত ৮

কুষ্টিয়ার ভেড়ামারায় বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক ড্রাইভার বাবু (৪৫) নিহত হয়। এ ছাড়া নারীসহ আটজন আহত হয়েছেন। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কা জনক। আজ মঙ্গলবার সকাল পৌনে ১২টার সময় ভেড়ামারার লালনশাহ সেতুর টোলপ্লাজার সন্নিকটে ভিলকিরপুল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ড্রাইভার বাবু (৪৫) নড়াইল জেলার বালিয়াডাঙা গ্রামের আবদুল খালেকের ছেলে। অপরদিকে আহতরা হলেন, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার নতুন বাসপুর গ্রামের তাসলিমা খাতুন, বাস্তবা গ্রামের ওমর আলী, রাজশাহী জেলার বাগমারা উপজেলার খাপুর গ্রামের অমিত হাসান, পাবনা জেলার ঈশ্বরদীর উপজেলার আলতুপাড়া গ্রামের আমিরুল ইসলাম, সুজানগর উপজেলার সাধুয়া গ্রামের শাপলা খাতুন, রুবেল হোসেন, দীপা খাতুন গ্রাম অজ্ঞাত।

এ তথ্য নিশ্চিত করে ভেড়ামারা থানার উপপরিদর্শক (এসআই) পার্থ কুমার বলেন, ভেড়ামারার লালনশাহ সেতুর টোলপ্লাজার সন্নিকটে ভিলকিরপুল নাম স্থানে কুষ্টিয়া অভিমুখে আসা যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের ড্রাইভার বাবু ঘটনাস্থলেই নিহত হন। এ সময় বাসের আটজন যাত্রী আহত হন। অপর একজনকে গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিহতের মৃতদেহ কুষ্টিয়া হাইওয়ে পুলিশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল কর্মকর্তা সৌরভ কণ্ডু বলেন, আহত সাতজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের শরীরের বিভিন্ন জায়গা আঘাতপ্রাপ্ত হয়েছে। গুরুতর আহত রুবেল নামে একজন হাসপাতালে ভর্তি রয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে রিলিজ দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত