Ajker Patrika

ফের উৎপাদনে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

বাগেরহাট প্রতিনিধি
ফের উৎপাদনে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

বাগেরহাটের রামপালে তাপ বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের পরীক্ষামূলক উৎপাদন হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে বিদ্যুৎ কেন্দ্রে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়। 

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভোর ৪টার দিকে বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়। উৎপাদন শুরুতে দ্বিতীয় ইউনিটে ৪০০ মেগাওয়াট উৎপাদন হয়েছে। 

এর আগে, গত ২৮ জুন সকাল ৮টা ৫১ মিনিটে দ্বিতীয় ইউনিটের পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়। তখন দ্বিতীয় ইউনিট থেকে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সফলভাবে যুক্ত করা হয়েছিল বলে জানিয়েছেন বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেডের (বিআইএফপিসিএল) উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম। 

২০২২ সালের ১৭ ডিসেম্বর বাগেরহাটের রামপালে তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট উৎপাদনে যায়। এরপর কয়েক দফা বন্ধ হলেও, বর্তমানে কেন্দ্রটির প্রথম ইউনিট চালু রয়েছে। দুই ইউনিট মিলে এই কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ১ হাজার ৩২০ মেগাওয়াট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত