Ajker Patrika

ভারতে পাচারের সময় ৩০টি স্বর্ণের বারসহ গ্রেপ্তার ১ 

বেনাপোল প্রতিনিধি
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ১৫: ১১
ভারতে পাচারের সময় ৩০টি স্বর্ণের বারসহ গ্রেপ্তার ১ 

যশোরের শার্শা সীমান্তপথে ভারতে পাচারের সময় সাড়ে তিন কেজি ওজনের ৩০টি স্বর্ণের বারসহ আশিকুর নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করেছেন বিজিবি সদস্যরা। আজ শনিবার সকালে শার্শা সীমান্তের গোগা এলাকা থেকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা স্বর্ণের চালানটি জব্দ করেন।

গ্রেপ্তারকৃত আশিকুর শার্শার বালুন্ডা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মাদ তানভীর রহমান বলেন, গোপন সংবাদে তাঁরা জানতে পারেন, যশোরের শার্শা সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান অবৈধভাবে ভারতে পাচার করা হবে। সংবাদের ভিত্তিতে বিজিবি সীমান্তে নিরাপত্তা জোরদার করে। একপর্যায়ে সন্দেহভাজন এক চোরাকারবারি সীমান্তের দিকে যাওয়ার চেষ্টা করলে বিজিবি ধাওয়া করে তাঁকে আটক করে। পরে তাঁর সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে সাড়ে তিন কেজি ওজনের ৩০টি স্বর্ণের বার জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৫৩ লাখ টাকা। এ ঘটনায় আশিকুরের বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছর ২১ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকা থেকে আটবার অভিযান চালিয়ে ১৭ কেজি ৫৭৪ গ্রাম স্বর্ণসহ ১০ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য ১২ কোটি ২৬ লাখ টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত