Ajker Patrika

শেখ হাসিনাকে ‘সসম্মানে দেশে ফেরাতে’ খুলনায় ছাত্রলীগের বিক্ষোভ

খুলনা প্রতিনিধি
আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ১৮: ৩১
শেখ হাসিনাকে ‘সসম্মানে দেশে ফেরাতে’ খুলনায় ছাত্রলীগের বিক্ষোভ

৫ আগস্ট সরকার পতনের পর প্রথমবারের মতো খুলনায় বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রলীগ। আজ বৃহস্পতিবার জেলা ছাত্রলীগের বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়। 
 
সকালে নগরীর হাদিস শহীদ পার্ক এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে আওয়ামী লীগ অফিস, যশোর রোড, বাংলাদেশ ব্যাংক মোড় হয়ে সার্কিট হাউস মাঠে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সদস্য সাইফুল ইসলাম সাইফ, মো. আসাদুল, মো. ইমরান, রাব্বী হোসেন, জয়শংকরসহ জেলা–মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ। 

এ সময় বক্তারা বলেন, দেশব্যাপী বিএনপি-জামায়াতের হামলা, সন্ত্রাস, লুটপাট ও ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। দেশে কারও কোনো নিরাপত্তা নেই। দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান লুটপাট করেছে। 

এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার পাঁয়তারা করছে। এসব কর্মকাণ্ড প্রতিহত করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনার দাবিও জানান তাঁরা। 

এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের নেতা সাইফুল ইসলাম সাইফ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা স্বল্প পরিসরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছি। অচিরেই বড় ধরনের কর্মসূচি নিয়ে রাজপথে প্রতিরোধ গড়ে তুলব। শেখ হাসিনাকে দেশে ফেরাতে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত