তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নে নিজের বাল্যবিবাহ ঠেকাল চতুর্থ শ্রেণির এক ছাত্রী। সে এখন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার হেফাজতে রয়েছে। এই ঘটনায় ছাত্রীর বাবা পলাতক আছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার। তিনি বলেন, ‘বেশ কিছুদিন ধরে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে বিয়ে দিতে মরিয়া হয়ে ওঠেন তার বাবা। ইতিমধ্যে দুবার ছেলেপক্ষ তাকে দেখে গেছে। ওই ছাত্রীকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও-ভারপ্রাপ্ত) নির্দেশনায় আমার হেফাজতে রাখা হয়েছে।’
মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন জানান, আজ শুক্রবার ওই ছাত্রীর বাড়িতে তাকে দেখতে ছেলে পক্ষের আসার কথা ছিল। কিন্তু সে বিয়ে করতে রাজি ছিল না। সে পড়াশোনা চালিয়ে যেতে চায়। আজ সকালে সে স্থানীয় কিশোর-কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক শেফালি দাসের সঙ্গে যোগাযোগ করে। শেফালি মহিলা বিষয়ক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেন। এরপর তিনি শেফালিকে ওই ছাত্রীর বাড়িতে পাঠিয়ে তাকে উদ্ধার করান।
পরে বিষয়টি তালা ইউএনও (ভারপ্রাপ্ত) আরাফাত হোসেন, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম ও ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুককে অবহিত করা হয়। এ সময় ইউএনও আপাতত ওই ছাত্রীকে মহিলা বিষয়ক কর্মকর্তার হেফাজতে রাখার পরামর্শ দেন। এসব বিষয় নিশ্চিত করেছেন ইউএনও (ভারপ্রাপ্ত) আরাফাত হোসেন।
সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নে নিজের বাল্যবিবাহ ঠেকাল চতুর্থ শ্রেণির এক ছাত্রী। সে এখন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার হেফাজতে রয়েছে। এই ঘটনায় ছাত্রীর বাবা পলাতক আছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার। তিনি বলেন, ‘বেশ কিছুদিন ধরে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে বিয়ে দিতে মরিয়া হয়ে ওঠেন তার বাবা। ইতিমধ্যে দুবার ছেলেপক্ষ তাকে দেখে গেছে। ওই ছাত্রীকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও-ভারপ্রাপ্ত) নির্দেশনায় আমার হেফাজতে রাখা হয়েছে।’
মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন জানান, আজ শুক্রবার ওই ছাত্রীর বাড়িতে তাকে দেখতে ছেলে পক্ষের আসার কথা ছিল। কিন্তু সে বিয়ে করতে রাজি ছিল না। সে পড়াশোনা চালিয়ে যেতে চায়। আজ সকালে সে স্থানীয় কিশোর-কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক শেফালি দাসের সঙ্গে যোগাযোগ করে। শেফালি মহিলা বিষয়ক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেন। এরপর তিনি শেফালিকে ওই ছাত্রীর বাড়িতে পাঠিয়ে তাকে উদ্ধার করান।
পরে বিষয়টি তালা ইউএনও (ভারপ্রাপ্ত) আরাফাত হোসেন, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম ও ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুককে অবহিত করা হয়। এ সময় ইউএনও আপাতত ওই ছাত্রীকে মহিলা বিষয়ক কর্মকর্তার হেফাজতে রাখার পরামর্শ দেন। এসব বিষয় নিশ্চিত করেছেন ইউএনও (ভারপ্রাপ্ত) আরাফাত হোসেন।
ক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবি, চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে বহিরাগত ছাত্রদলের হামলায় তাঁদের অন্তত আটজন আহত হয়েছেন। আহত সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করে শাস্তি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
৫ মিনিট আগেবরগুনার আমতলীতে একদিনে কুকুরের কামড়ে নারী-শিশুসহ ২৭ জন আহত হয়েছেন। আহতদের স্বজনেরা উদ্ধার করে আমতলী উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন। তাঁদের মধ্যে গুরুতর আহত ১০ জনকে পটুয়াখালী ও বরগুনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার এ ঘটনা ঘটে।
১২ মিনিট আগেগত ৫ আগস্ট ছাত্র আন্দোলনে গুলিতে নিজের স্বামীকে ‘নিহত’ দেখিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা করা সেই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার তাঁকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় এ ঘটনায় জড়িত শফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকেও...
২৫ মিনিট আগেসম্প্রতি নগরের বিনোদপুর বাজারের এক ভাঙারি ব্যবসায়ী আমিরুল মোমেনিনের স্টুডিও থেকে ভাস্কর্য দুটি কিনে এনেছেন। এখন বিনোদপুর বাজারে খোকন নামের ওই ব্যবসায়ীর দোকানের সামনে পড়ে আছে ভাস্কর্য দুটি। দোকানটির নাম ‘খোকন আয়রন ঘর’। খোকন আছেন ক্রেতার অপেক্ষায়। কেউ না কিনলে ভাস্কর্য দুটি ভেঙে লোহা হিসেবে বিক্রি করব
৩১ মিনিট আগে