Ajker Patrika

গাংনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ 

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
আপডেট : ০৩ জুলাই ২০২২, ১২: ২১
গাংনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ 

মেহেরপুরের গাংনীতে শ্যালো ইঞ্জিনচালিত আলগামন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রবিউল ইসলাম (২৮) নামের একজন নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ৯টার দিকে উপজেলার বাওট কলেজপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। 

স্থানীয় সূত্রে জানা যায়, খলিসাকুণ্ডি থেকে ছেড়ে আসা একটি আলগামনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় কুষ্টিয়া-মেহেরপুর সড়কের বাওট কলেজপাড়া নামক স্থানে। এ সময় আলগামনের ড্রাইভার রবিউল ইসলাম ও মোটরসাইকেলের আরোহীসহ চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করান। সেখানে তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় । কুষ্টিয়ায় যাওয়ার পথেই মারা যান আলগামনের ড্রাইভার রবিউল ইসলাম। এ দুর্ঘটনায় আহত হয়েছেন বাওট গ্রামের শফিরুল ইসলামের ছেলে সাইফ হোসেন (১৮), জমির উদ্দিনের ছেলে অন্তর আলী (১৮) ও রিয়াজুল ইসলামের ছেলে জুনাইদ হোসেন (১৮)।

কুমারীডাঙ্গা ক্যাম্প ইনচার্জ আব্দুল মজিদ জানান, বাওট গ্রামে সড়ক দুর্ঘটনার খবর শুনে দ্রুতই কুমারীডাঙ্গা ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আলগামন ও মোটরসাইকেল জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রাজ্জাক জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

একাত্তর ও এক-এগারোর সময় বাংলাদেশ বিষয়ে মার্কিন নীতি ভুল ছিল: ড্যানিলোভিচ

সীতাকুণ্ডে সৈকতে বন্ধুকে বেঁধে রেখে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত