হোস্টেলের বাথরুম থেকে মেডিকেল ছাত্রীর মরদেহ উদ্ধার

যশোর প্রতিনিধি
আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১৩: ০৬
Thumbnail image

যশোরের আদ্-দ্বীন সকিনা মহিলা মেডিকেল কলেজের হোস্টেল থেকে এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ছাত্রী আত্মহত্যা করেছেন। আজ বুধবার ভোরে আদ্-দ্বীন মেডিকেল কলেজের পঞ্চম তলায় হোস্টেলের বাথরুম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

মৃত ছাত্রী ভারতীয় নাগরিক সীমা জোহরা (২১)। তিনি ভারতের জম্বু কাশ্মীরের বথগ্রাম জেলার যাবারপুরের গোলাম মোহাম্মাদের মেয়ে। 

যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘ভোরে হাউজকিপার মর্জিনা ঘটনাটি আমাকে জানান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে এসে রুমের দরজা ভেঙে সীমা জোহরাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে পাঠায়। তখন জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’ 

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহম্মেদ তারেক শামস বলেন, ‘সকাল ৭টা ২৫ মিনিটের দিকে আদ্-দ্বীন মেডিকেল কলেজের ছাত্রী সীমা জোহরাকে মৃত ঘোষণা করি। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়।’ 

চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহীদুল ইসলাম বলেন, খবর পেয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে আসা হয়। ময়নাতদন্ত শেষে তাঁর মরদেহ সরকারি বিধি অনুযায়ী পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত