Ajker Patrika

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেকটির ধাক্কা, নিহত ১

কেশবপুর (যশোর) প্রতিনিধি
আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ১৪: ৫১
দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেকটির ধাক্কা, নিহত ১

যশোরের কেশবপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় রাকিব হোসেন (১৮) নামে এক চালকের সহকারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে যশোর-চুকনগর সড়কের উপজেলার মঙ্গলকোটের বাদুড়িয়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রাকিব হোসেন কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল নতুনপাড়া এলাকার মৃত আশরাফুল ইসলামের ছেলে। এ ঘটনায় পুলিশ ধাক্কা দেওয়া ট্রাকটির চালক কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকার হযরত আলীকে (৫০) গ্রেপ্তার করেছে। 

যশোরের কেশবপুরে দাঁড়িয়ে থাকা তরমুজবোঝাই ট্রাকের পেছনে কাঠবোঝাই চলন্ত ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে চালকের সহকারী রাকিব হোসেনের (১৮) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে যশোর-চুকনগর সড়কের উপজেলার মঙ্গলকোটের বাদুড়িয়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চুকনগরের দিক থেকে আসা কাঠবোঝাই একটি ট্রাক আজ ভোরে উপজেলার মঙ্গলকোটের বাদুড়িয়া মোড় এলাকায় দাঁড়িয়ে থাকা তরমুজবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে কাঠবোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালকের সহকারী রাকিব হোসেন মারা যান। কাঠবোঝাই ট্রাকের চালক ছিলেন হযরত আলী। 

এ ছাড়া তরমুজবোঝাই ট্রাকটি ধাক্কা খেয়ে সড়কের পাশে পড়ে যায়। খবর পেয়ে কেশবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গাড়ির ভেতর থেকে রাকিব হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। 

চুকনগর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদ উদ্দিন আহমেদ বলেন, এ ঘটনায় মামলা করা হয়েছে। ট্রাকচালক হযরত আলীকে গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত