আমরণ অনশনে ইবির চারুকলা বিভাগের শিক্ষার্থীরা

ইবি প্রতিনিধি 
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪, ২০: ৫০
আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ২১: ০০
বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে চারুকলা বিভাগের ১৫ শিক্ষার্থী অনশনে বসেন। ছবি: আজকের পত্রিকা

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চারুকলা বিভাগের জন্য বরাদ্দ দেওয়া কক্ষ ব্যবহারের দাবিতে আমরণ অনশনে নেমেছেন শিক্ষার্থীরা। আজ সোমবার সকালে প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। পরে বিকেল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অনশনে বসেন বিভাগটির ১৫ শিক্ষার্থী।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৯-২০ শিক্ষাবর্ষে থেকে বিশ্ববিদ্যালয়ে বিভাগটির যাত্রা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলাভবনের চতুর্থ তলায় চারুকলা বিভাগকে শ্রেণিকক্ষের জন্য বরাদ্দ দিয়েছে প্রশাসন। কিন্তু সেগুলো ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ এবং ফোকলোর স্টাডিজ বিভাগের দখলে রয়েছে। এ অবস্থায় নিজেদের শ্রেণিকক্ষ ব্যবহারের দাবিতে অনশন শুরু করেছেন শিক্ষার্থীরা।

বিভাগের শিক্ষার্থীরা বলেন, ‘আমরা দীর্ঘদিন যাবৎ ক্লাস পরীক্ষা দিচ্ছি মাত্র একটা রুমে। আমাদের কোনো নিজস্ব রুম নেই। এভাবে তো একটা বিভাগ চলতে পারে না। প্রশাসন রুম বরাদ্দ দিয়েছে। কিন্তু আমরা রুমগুলো বুঝে পাইনি। রুমগুলো বুঝে না পাওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।’

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, উপাচার্য ও কলা অনুষদের ডিন ঢাকায় আছেন। আগামীকাল মঙ্গলবার আসবেন। তখন বিষয়টি সমাধান করা হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত