কয়রায় শীতার্ত মানুষের পাশে ইউআইইউ

বিজ্ঞপ্তি  
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ২২: ৪৬
Thumbnail image
কয়রায় শীতার্ত মানুষের পাশে ইউআইইউ। ছবি: সংগৃহীত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) সোশ্যাল সার্ভিসেস ক্লাবের উদ্যোগে খুলনার কয়রা উপজেলার কয়েকটি গ্রামে শীতার্ত মানুষের মাঝে সম্প্রতি শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

প্রতি বছর শীত মৌসুমে অতিরিক্ত শৈত্যপ্রবাহের কারণে অসহায় ও হতদরিদ্র মানুষদেরকে চরম দুর্ভোগে পড়তে হয়। সেসব হতদরিদ্র ও নিঃস্ব মানুষের পাশে দাঁড়িয়েছে ইউআইইউ সোশ্যাল সার্ভিসেস ক্লাবের তরুণ সদস্যরা। নিজ ক্যাম্পাসে দুই সপ্তাহব্যাপী একটি ক্যাম্পেইন করে শীতবস্ত্র ও তহবিল সংগ্রহ করে। ক্যাম্পেইনে ইউনিভার্সিটির শিক্ষকমণ্ডলী, প্রশাসনিক কর্মকর্তা এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

ইউআইইউ সোশ্যাল সার্ভিসেস ক্লাবের ১০ সদস্যের একটি দল সরেজমিনে কয়রা উপজেলার কয়েকটি গ্রামের প্রত্যন্ত এলাকায় শীতার্ত মানুষের ঘরে ঘরে গিয়ে প্রকৃতপক্ষে দরিদ্র এবং গরম কাপড়ের অভাবে ভুগছে এমন মানুষের তালিকা সংগ্রহ করে। সংগ্রহকৃত মানুষের মাঝে শীতবস্ত্র এবং পেট্রোলিয়াম জেলি বিতরণ করা হয়। এই অনুদানগুলো কয়রা উপজেলার তিনটি গ্রামের ৭০০ টিরও বেশি পরিবারকে সহায়তা করেছে। স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড এই মহৎ উদ্যোগের প্রটেকটিভ কেয়ার পার্টনার হিসেবে সহযোগিতা করে।

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে, ইউআইইউ সোশ্যাল সার্ভিসেস ক্লাব সব সময় জনসেবা করতে প্রতিশ্রুতিবদ্ধ। ইউআইইউয়ের উপাচার্য প্রফেসর মো. আবুল কাশেম মিয়া শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য ইউআইইউয়ের শিক্ষক-শিক্ষিকা, প্রশাসনিক কর্মকর্তা এবং শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত