গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
বাজারে গেলে হরহামেশায় দেখা মেলে রুই, কাতল, বোয়াল, চিতলসহ নানা ধরনের দেশীয় ও সামুদ্রিক মাছ। তবে কেউ কি কখনো রকেট ইলিশ নামের কোনো মাছের নাম শুনেছেন? সম্প্রতি মেহেরপুরের গাংনী উপজেলায় বাজারে দেখা গেছে রকেট ইলিশ মাছের। অচেনা এই মাছটি দেখতে অনেকে ভিড় করেন বাজারে। বিস্মিত হন এলাকাবাসী।
আজ মঙ্গলবার বাজারে আসা কয়েকজন ব্যক্তি বলেন, বাজারে রকেট ইলিশ মাছ উঠেছে এমন খবরে অনেকে দেখার জন্য ছুটে আসেন। দূর থেকে দেখে মনে হয়েছিল এটি চিতল মাছ। রকেট ইলিশ নামে কোনো মাছের নাম শোনেননি এলাকাবাসী। চোখেও দেখেননি। এই প্রথম গাংনীর বামন্দী ইউনিয়নের দেবীপুর বাজারে দেখলেন।
স্থানীয়রা জানান, রকেট ইলিশ মাছটি তাঁদের কাছে অপরিচিত। অনেকেই মাছটি বাজারে দেখতে এসেছেন। প্রথমে মাছটির দাম ৮০০ টাকা বললেও শেষ পর্যন্ত ৩০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। মাছটির ওজন ছিল ৩ কেজি ৬০০ গ্রাম। কাজল আহমেদ নামের এক দোকানদার এ মাছ কিনেছেন।
করমদী গ্রামের জালাল উদ্দিন বলেন, ‘আমি কখনো শুনিনি রকেট ইলিশ নামের মাছ আছে। নতুন মাছ দেখে প্রথমে কয়েকজন মিলে এটা কিনতে চেয়েছিলাম। কিন্তু কেনা হয়নি। প্রথমে ৮০০ টাকা দাম বলেছিল পরে ৩০০ টাকা কেজি বিক্রি করেছে।’
মাছ ক্রেতা কাজল আহমেদ বলেন, ‘প্রথমে মাছটি দেখে ভালো লাগল তাই কিনলাম। প্রথমে ৮০০ টাকা কেজি বললেও পরবর্তীতে ৩০০ টাকা কেজি কিনেছি। তবে রকেট ইলিশ নামে কোনো মাছ আছে তা শুনিনি। নতুন নামের ইলিশ মাছ তাই খেতে মন চাইল। মাছটা কিনে ভালো লাগছে, নতুন মাছ পরিবারের সবাই মিলে খাব।’
মাছ ব্যবসায়ী রতন আলী বলেন, ‘মাছটি কুষ্টিয়া থেকে নিয়ে এসেছি। এটার নাম রকেট ইলিশ। এক দোকানদারের কাছে ৩০০ টাকা কেজিতে বিক্রি করে দিয়েছি। প্রথমে ৮০০ টাকা বললেও কেউ কিনতে রাজি হয়নি। শেষ পর্যন্ত ৪০০ বলেছিলাম পরে ৩০০ টাকা কেজি বিক্রি হয়েছে।’
রকেট ইলিশ নামে কোনো মাছ আছে কি না জানতে চাইলে এই ব্যবসায়ী বলেন, ‘হ্যাঁ রকেট ইলিশ নামে মাছ রয়েছে।’
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা খন্দকার সহিদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘রকেট ইলিশ নামের কোনো মাছ নেই। মাছ কেনার ব্যাপারেও জনগণকে সতর্ক থাকতে হবে।’
বাজারে গেলে হরহামেশায় দেখা মেলে রুই, কাতল, বোয়াল, চিতলসহ নানা ধরনের দেশীয় ও সামুদ্রিক মাছ। তবে কেউ কি কখনো রকেট ইলিশ নামের কোনো মাছের নাম শুনেছেন? সম্প্রতি মেহেরপুরের গাংনী উপজেলায় বাজারে দেখা গেছে রকেট ইলিশ মাছের। অচেনা এই মাছটি দেখতে অনেকে ভিড় করেন বাজারে। বিস্মিত হন এলাকাবাসী।
আজ মঙ্গলবার বাজারে আসা কয়েকজন ব্যক্তি বলেন, বাজারে রকেট ইলিশ মাছ উঠেছে এমন খবরে অনেকে দেখার জন্য ছুটে আসেন। দূর থেকে দেখে মনে হয়েছিল এটি চিতল মাছ। রকেট ইলিশ নামে কোনো মাছের নাম শোনেননি এলাকাবাসী। চোখেও দেখেননি। এই প্রথম গাংনীর বামন্দী ইউনিয়নের দেবীপুর বাজারে দেখলেন।
স্থানীয়রা জানান, রকেট ইলিশ মাছটি তাঁদের কাছে অপরিচিত। অনেকেই মাছটি বাজারে দেখতে এসেছেন। প্রথমে মাছটির দাম ৮০০ টাকা বললেও শেষ পর্যন্ত ৩০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। মাছটির ওজন ছিল ৩ কেজি ৬০০ গ্রাম। কাজল আহমেদ নামের এক দোকানদার এ মাছ কিনেছেন।
করমদী গ্রামের জালাল উদ্দিন বলেন, ‘আমি কখনো শুনিনি রকেট ইলিশ নামের মাছ আছে। নতুন মাছ দেখে প্রথমে কয়েকজন মিলে এটা কিনতে চেয়েছিলাম। কিন্তু কেনা হয়নি। প্রথমে ৮০০ টাকা দাম বলেছিল পরে ৩০০ টাকা কেজি বিক্রি করেছে।’
মাছ ক্রেতা কাজল আহমেদ বলেন, ‘প্রথমে মাছটি দেখে ভালো লাগল তাই কিনলাম। প্রথমে ৮০০ টাকা কেজি বললেও পরবর্তীতে ৩০০ টাকা কেজি কিনেছি। তবে রকেট ইলিশ নামে কোনো মাছ আছে তা শুনিনি। নতুন নামের ইলিশ মাছ তাই খেতে মন চাইল। মাছটা কিনে ভালো লাগছে, নতুন মাছ পরিবারের সবাই মিলে খাব।’
মাছ ব্যবসায়ী রতন আলী বলেন, ‘মাছটি কুষ্টিয়া থেকে নিয়ে এসেছি। এটার নাম রকেট ইলিশ। এক দোকানদারের কাছে ৩০০ টাকা কেজিতে বিক্রি করে দিয়েছি। প্রথমে ৮০০ টাকা বললেও কেউ কিনতে রাজি হয়নি। শেষ পর্যন্ত ৪০০ বলেছিলাম পরে ৩০০ টাকা কেজি বিক্রি হয়েছে।’
রকেট ইলিশ নামে কোনো মাছ আছে কি না জানতে চাইলে এই ব্যবসায়ী বলেন, ‘হ্যাঁ রকেট ইলিশ নামে মাছ রয়েছে।’
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা খন্দকার সহিদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘রকেট ইলিশ নামের কোনো মাছ নেই। মাছ কেনার ব্যাপারেও জনগণকে সতর্ক থাকতে হবে।’
ক্ষোভ প্রকাশ করে জাকির হোসেন বলেন, ‘এমন ছোট্ট সংযোগ সড়কে বিআরটিসির দোতলা বাসে কী করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের পিকনিকে নিয়ে এল। সড়কের সামান্য ওপরে বৈদ্যুতিক তার। সেই তারে ছোট পরিবহন চলাচল যেখানে ঝুঁকিপূর্ণ। সেই সড়কে কী করে বিআরটিসির দোতলা বাস চলাচল করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্বে
৮ মিনিট আগেসুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়ন ও নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করে সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল করতে দেওয়াসহ সাত দফা দাবি জানিয়েছে রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ। আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এসব দাবি জানান তারা...
১৯ মিনিট আগেনিজেদের ক্ষতি পুষিয়ে নিতে এসব পরিবারের নারীরা প্রশিক্ষণ নিয়ে বসতবাড়ির আশপাশে শাকসবজি চাষ করেন। তা ছাড়া ভেড়া, হাঁস-মুরগি পালন করে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন তাঁরা। এসব নারীর উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখে অন্যরাও উৎসাহী হচ্ছেন। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপ এই এলাকার মানুষের জীবনমান উন্নয়নে ক
৪০ মিনিট আগেছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে যে নতুন বাংলাদেশ পেয়েছি, এর মূল কারিগরই ছিলেন ছাত্র ও শিক্ষকেরা। বিএনপি সরকার গঠন করলে শিক্ষকদের ন্যায়সংগত সকল দাবি-দাওয়া মেনে নেওয়া হবে...
১ ঘণ্টা আগে