ডুমুরিয়ায় হিন্দু কমিটি ঘোষণা করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল

খুলনা প্রতিনিধি
আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ২২: ১৬
Thumbnail image
ডুমুরিয়া হিন্দু কমিটি ঘোষণা করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। ছবি: আজকের পত্রিকা

খুলনার ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটি ঘোষণা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আজ রোববার উপজেলার যোবায়েদ আলী মিলনায়তনে হিন্দু সমাবেশ ও মতবিনিময় সভায় তিনি এই কমিটি ঘোষণা করেন।

এতে বাবু কৃষ্ণ নন্দীকে সভাপতি, অধ্যক্ষ বাবু দেব প্রসাদকে সাধারণ সম্পাদক ও বাবু গৌতম মণ্ডলকে কোষাধ্যক্ষ করে ১১ সদস্যের নাম প্রকাশ করা হয়। আগামী এক সপ্তাহের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণঙ্গ কমিটি গঠন করা হবে।

এ সময় মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘ছাত্র-জনতার ঐতিহাসিক বিপ্লবের পর দেশকে অর্থবহ স্থিতিশীল ও উন্নয়নের জায়গায় নিয়ে যাওয়ার জন্য বৈষম্যহীন, সাম্প্রদায়িক-সম্প্রীতির সমাজ প্রতিষ্ঠা করা প্রয়োজন।’

উপজেলা আমির মাওলানা মোক্তার হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমির মাওলানা এমরান হসাইন, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম ও অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা ও জেলা ছাত্রশিবিরের সভাপতি বেলাল হোসাইন রিয়াদ।

বক্তব্য দেন উত্তর থানা আমির গাজী সাইফুল্লাহ, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা মোসলেম উদ্দিন, বাবু কৃষ্ণ নন্দী, অধ্যক্ষ দেব প্রসাদ, কানাই লাল কর্মকার, ডা. হরিদাস মণ্ডল, বাবু সদেশ হালদার, বাবু সনজিৎ রায়, বাবু প্রভাস সরকার, বাবু প্রশান্ত মণ্ডল, বুদ্ধদেব মণ্ডল, বাবু গৌতম মণ্ডল প্রমুখ। সভা পরিচালনা করেন সেক্রেটারি বি এম আলমগীর হোসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত