প্রতিনিধি, ভেড়ামারা (কুষ্টিয়া)
কুষ্টিয়ার মিরপুরে বাথরুম থেকে মনিরা খাতুন (৩০) ও তার ছেলে আনাজেরের (৬) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মিরপুর থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে মিরপুর উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নের হাসলা গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, সলিম বিশ্বাসের পুত্রবধূ প্রবাসী তাইজেল বিশ্বাসের স্ত্রী মনিরা খাতুন (৩০) এবং তাঁর একমাত্র ছেলে আনাজ (৬)।
স্থানীয়রা জানান, সকাল থেকে সারা-শব্দ না পেয়ে বাড়িতে গিয়ে তাঁদের ডাকাডাকি করা হয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে তাঁদের বাথরুমে গিয়ে দুটি মরদেহ দেখে ইউপি চেয়ারম্যানকে খবর দেওয়া হয়।
আমবাড়ীয়া ইউপি সদস্য আবদুল হামিদ বলেন, ঘটনাস্থলে গিয়ে দেখি ওই মহিলা ও তাঁর ছেলে বাথরুমে একই ওড়নায় ঝুলছে। পরে থানায় খবর দিলে মিরপুর থানার পুলিশ এসে মরদেহ দু'টি উদ্ধার করে।
মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) গৌতম কুমার মণ্ডল জানান, সলিম বিশ্বাসের বাড়ির বাথরুম থেকে একই ওড়নায় ঝুলন্ত অবস্থায় মা ও ছেলের মৃতদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে রাতে কোন এক সময় এ ঘটনা ঘটতে পারে। দুপুর ১টায় পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, দুপুরে হালসা এলাকার নিজ বাড়ি থেকে মা ও ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কুষ্টিয়ার মিরপুরে বাথরুম থেকে মনিরা খাতুন (৩০) ও তার ছেলে আনাজেরের (৬) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মিরপুর থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে মিরপুর উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নের হাসলা গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, সলিম বিশ্বাসের পুত্রবধূ প্রবাসী তাইজেল বিশ্বাসের স্ত্রী মনিরা খাতুন (৩০) এবং তাঁর একমাত্র ছেলে আনাজ (৬)।
স্থানীয়রা জানান, সকাল থেকে সারা-শব্দ না পেয়ে বাড়িতে গিয়ে তাঁদের ডাকাডাকি করা হয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে তাঁদের বাথরুমে গিয়ে দুটি মরদেহ দেখে ইউপি চেয়ারম্যানকে খবর দেওয়া হয়।
আমবাড়ীয়া ইউপি সদস্য আবদুল হামিদ বলেন, ঘটনাস্থলে গিয়ে দেখি ওই মহিলা ও তাঁর ছেলে বাথরুমে একই ওড়নায় ঝুলছে। পরে থানায় খবর দিলে মিরপুর থানার পুলিশ এসে মরদেহ দু'টি উদ্ধার করে।
মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) গৌতম কুমার মণ্ডল জানান, সলিম বিশ্বাসের বাড়ির বাথরুম থেকে একই ওড়নায় ঝুলন্ত অবস্থায় মা ও ছেলের মৃতদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে রাতে কোন এক সময় এ ঘটনা ঘটতে পারে। দুপুর ১টায় পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, দুপুরে হালসা এলাকার নিজ বাড়ি থেকে মা ও ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কক্সবাজারের চকরিয়া উপজেলায় অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সোয়া দশটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার উত্তর হারবাং এলাকার আজিজনগর নুরু চেয়ারম্যান ঘাট এলাকায় এ দুর্ঘটনায় ঘটে। নিহত দুজনের নাম-পরিচয় জানা যায়নি।
৮ মিনিট আগেরাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
৮ ঘণ্টা আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
৮ ঘণ্টা আগে২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
৯ ঘণ্টা আগে