প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)
করোনার লকডাউনের মধ্যেও স্বাভাবিক রয়েছে মোংলায় কাঁচামালের পরিবহন। তার পরও করোনার অজুহাত দেখিয়ে পৌর শহরের প্রধান কাঁচাবাজারের নানা পণ্য চড়া মূল্যে বিক্রি হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ জনগণ।
আজ সোমবার সকালে বাজারে গিয়ে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে কুমড়া শাক বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি দরে। এর আগে ক্রেতারা এমন চড়া দামে শাক কেনেনি। আর ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে উচ্ছে। কাঁকরোল, বেগুন, শসা, পটোল, কচুমুখীসহ অন্যান্য পণ্য বিক্রি হচ্ছে ৬০–৭০ টাকা দরে। শুধু আলু ২৫ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।
বাজার করতে আসা ব্যবসায়ী সত্তার ইজারদার, মহিদুল শেখ, কায়দাবাদ গোলদারসহ অনেক ক্রেতা অভিযোগ করে বলেন, শহরের বাইরের গ্রামগঞ্জ থেকে এ বাজারে বিক্রেতারা আসছেন শাকসবজি বিক্রি করতে। কিন্তু তাঁদের বাজারে বসতে দেওয়া হচ্ছে না। তাঁদের বাজারে বসতে না দিয়ে বাজারের সিন্ডিকেট চক্র শাকসবজি কম দামে কিনে রেখে চড়া দামে বিক্রি করছেন।
অন্যদিকে বাজারের কয়েকজন সবজিবিক্রেতা জানান, লকডাউনে গাড়ি বন্ধ, তাই দাম বেশি। অথচ কাঁচামাল পরিবহনের গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। এমতাবস্থায় চড়া দামে কাঁচা পণ্য কিনতে গিয়ে চরম বিপাকে পড়েছেন খেটে খাওয়া সাধারণ দিনমজুররা। তাঁরা এই সিন্ডিকেট চক্রের অবসানে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন।
উপজেলা বাজার মনিটরিং কমিটির সদস্য নূর আলম শেখ বলেন, পৌর শহরের প্রধান কাঁচাবাজারে একটি শক্তিশালী ব্যবসায়িক সিন্ডিকেট চক্র আছে। তারা অধিক মুনাফা লাভের আশায় করোনার দোহাই দিয়ে এ অপকর্মগুলো করছে। এখানকার দ্রব্যমূল্যের (কাঁচামালের) ঊর্ধ্বগতি রোধে প্রশাসনের কার্যকর ব্যবস্থা গ্রহণ, বাজার নিয়ন্ত্রণ ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর আইনানুগ পদক্ষেপ প্রয়োজন।
উপজেলা বাজার মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, এ বিষয়ে দুই–এক দিনের মধ্যে বাজার কমিটিকে ডাকা হবে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দিয়ে অভিযান পরিচালনা করানো হবে। যদি তারা কোনো অজুহাতে পণ্যের দাম বেশি নিয়ে থাকে, তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশী বলেন, শহরের বাইরে থেকে আসা কৃষকেরা অবশ্য এই বাজারে তাঁদের পণ্য বিক্রি করতে পারবেন। অথবা পাইকারিও বিক্রি করে দিয়ে যেতে পারেন, সেটি তাঁদের সিদ্ধান্ত। যদি তাঁদের এই বাজারে বিক্রিতে বাধা দেওয়া হয়, তাহলে বাধাকারীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এসব বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন তিনি।
করোনার লকডাউনের মধ্যেও স্বাভাবিক রয়েছে মোংলায় কাঁচামালের পরিবহন। তার পরও করোনার অজুহাত দেখিয়ে পৌর শহরের প্রধান কাঁচাবাজারের নানা পণ্য চড়া মূল্যে বিক্রি হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ জনগণ।
আজ সোমবার সকালে বাজারে গিয়ে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে কুমড়া শাক বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি দরে। এর আগে ক্রেতারা এমন চড়া দামে শাক কেনেনি। আর ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে উচ্ছে। কাঁকরোল, বেগুন, শসা, পটোল, কচুমুখীসহ অন্যান্য পণ্য বিক্রি হচ্ছে ৬০–৭০ টাকা দরে। শুধু আলু ২৫ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।
বাজার করতে আসা ব্যবসায়ী সত্তার ইজারদার, মহিদুল শেখ, কায়দাবাদ গোলদারসহ অনেক ক্রেতা অভিযোগ করে বলেন, শহরের বাইরের গ্রামগঞ্জ থেকে এ বাজারে বিক্রেতারা আসছেন শাকসবজি বিক্রি করতে। কিন্তু তাঁদের বাজারে বসতে দেওয়া হচ্ছে না। তাঁদের বাজারে বসতে না দিয়ে বাজারের সিন্ডিকেট চক্র শাকসবজি কম দামে কিনে রেখে চড়া দামে বিক্রি করছেন।
অন্যদিকে বাজারের কয়েকজন সবজিবিক্রেতা জানান, লকডাউনে গাড়ি বন্ধ, তাই দাম বেশি। অথচ কাঁচামাল পরিবহনের গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। এমতাবস্থায় চড়া দামে কাঁচা পণ্য কিনতে গিয়ে চরম বিপাকে পড়েছেন খেটে খাওয়া সাধারণ দিনমজুররা। তাঁরা এই সিন্ডিকেট চক্রের অবসানে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন।
উপজেলা বাজার মনিটরিং কমিটির সদস্য নূর আলম শেখ বলেন, পৌর শহরের প্রধান কাঁচাবাজারে একটি শক্তিশালী ব্যবসায়িক সিন্ডিকেট চক্র আছে। তারা অধিক মুনাফা লাভের আশায় করোনার দোহাই দিয়ে এ অপকর্মগুলো করছে। এখানকার দ্রব্যমূল্যের (কাঁচামালের) ঊর্ধ্বগতি রোধে প্রশাসনের কার্যকর ব্যবস্থা গ্রহণ, বাজার নিয়ন্ত্রণ ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর আইনানুগ পদক্ষেপ প্রয়োজন।
উপজেলা বাজার মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, এ বিষয়ে দুই–এক দিনের মধ্যে বাজার কমিটিকে ডাকা হবে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দিয়ে অভিযান পরিচালনা করানো হবে। যদি তারা কোনো অজুহাতে পণ্যের দাম বেশি নিয়ে থাকে, তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশী বলেন, শহরের বাইরে থেকে আসা কৃষকেরা অবশ্য এই বাজারে তাঁদের পণ্য বিক্রি করতে পারবেন। অথবা পাইকারিও বিক্রি করে দিয়ে যেতে পারেন, সেটি তাঁদের সিদ্ধান্ত। যদি তাঁদের এই বাজারে বিক্রিতে বাধা দেওয়া হয়, তাহলে বাধাকারীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এসব বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন তিনি।
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
২ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
২ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
২ ঘণ্টা আগে