Ajker Patrika

ওনারা আমাকে যে পরিমাণ নির্যাতন করেছেন, এই শাস্তি যথেষ্ট নয়: ইবির ফুলপর‍ী

ইবি প্রতিনিধি
আপডেট : ১৫ জুলাই ২০২৩, ১৯: ৫৫
ওনারা আমাকে যে পরিমাণ নির্যাতন করেছেন, এই শাস্তি যথেষ্ট নয়: ইবির ফুলপর‍ী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলের নবীন শিক্ষার্থী ফুলপরী খাতুনকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেত্রীসহ পাঁচজনকে এক বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে এ সিদ্ধান্তে তিনি সন্তুষ্ট নন বলে জানিয়েছেন ভুক্তভোগী ছাত্রী ফুলপরী খাতুন। 

ফুলপরী খাতুন আজকের পত্রিকাকে বলেন, ‘আজকে রায় দিয়েছে আমি দেখলাম। ওনারা (অভিযুক্তরা) পাঁচজন আমাকে যে পরিমাণ শারীরিক ও মানসিক নির্যাতন করেছেন, তার শাস্তি এক বছর বহিষ্কার কখনোই হতে পারে না। এতে আমি সন্তুষ্ট না, বরং আরও বেশি আতঙ্কিত।’  

আতঙ্কিত কেন, জানতে চাইলে ফুলপরী খাতুন বলেন, ‘তাঁরা যে এক বছর পরে এসে আমার এই ঘটনার প্রতিশোধ আবার নিবে না, বা এমন কাজ পরবর্তীতে করবে না, এমন কোনো নিশ্চয়তা নেই। আমার ধারণা তাঁরা আবার ভার্সিটিতে আসবেন, এমন করবেন।’

ফুলপরী আরও বলেন, ‘আমার দাবি ছিল তাঁদের স্থায়ী বহিষ্কার করা, আজীবনের জন্য। সেটাই আমি চাই। আমার সেই দাবি রয়ে গেছে। আমি প্রশাসনের এই সিদ্ধান্তে সন্তুষ্ট না। আমি মনে করি তাঁদের সঠিক বিচার হয়নি।’ 

প্রসঙ্গত, আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের অনুষ্ঠিত শৃঙ্খলা কমিটির মিটিংয়ে ছাত্রী নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ থেকে বহিষ্কৃত নেত্রী সানজিদা অন্তরা চৌধুরী ও অভিযুক্ত অন্য চারজনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক নিয়ে আবারও যা বললেন ভারতের সেনাপ্রধান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত