ছুরিকাহত সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা আসাদ মারা গেছেন

যশোর প্রতিনিধি
Thumbnail image

যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ ওরফে বুনো আসাদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ১২ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ সোমবার বেলা ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। 

গত ৮ অক্টোবর সন্ধ্যায় শহরের বেজপাড়া সাদেক দারোগার মোড়ে সন্ত্রাসীরা তাঁকে ছুরিকাঘাত করেন। পুলিশ জানিয়ে, আধিপত্য বিস্তরকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। আসাদের বিরুদ্ধে থানায় চাঁদাবাজি, হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। 

আসাদের ছোট ভাই সাইদুর রহমান বলেন, ‘স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীরা ভাইকে ছুরিকাঘাত করলে তাকে প্রথমে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল হাসপাতালে স্থানান্তরিত করে। সোমবার অপারেশন করার সময় তিনি মারা যান।’ 

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, আসাদের মৃত্যুর খবর জানা নেই। এ ঘটনায় আসাদের ভাই সাইদুর রহমান বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। খাবড়ি হাসান নামে এক আসামি গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত