Ajker Patrika

নিখোঁজের পরদিন নবগঙ্গা নদীতে মিলল যুবকের মরদেহ

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
আপডেট : ২৮ মে ২০২৩, ১৫: ৪০
নিখোঁজের পরদিন নবগঙ্গা নদীতে মিলল যুবকের মরদেহ

নড়াইলের কালিয়ায় নিখোঁজের পরদিন নবগঙ্গা নদী থেকে আশিকুর রহমান (২৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

আজ রোববার সকাল ৬টার দিকে নড়াগাতী থানার মাউলী ইউনিয়নের মহাজন উত্তরপাড়া মসজিদ ঘাটের নবগঙ্গা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে গতকাল শনিবার দুপুরের দিকে মহাজন উত্তরপাড়া মসজিদ ঘাটে এ ঘটনা ঘটে। যুবকটি ওই গ্রামের মো. আছির খানের ছেলে।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বড়দিয়া নৌ-পুলিশের উপপরিদর্শক (এসআই) লোকমান হোসেন।

স্থানীয়রা জানান, গতকাল দুপুরের দিকে মহাজন উত্তরপাড়া মসজিদসংলগ্ন ঘাটে নবগঙ্গা নদীতে গোসল করতে নেমে আশিকুর রহমান ডুব দেন। পরে আর ওঠেননি তিনি। খবর পেয়ে তাঁর স্বজনেরা নদীতে অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পায়নি। আজ সকালে এক মাঝি আশিকুর রহমানের মরদেহ নদীতে ভাসতে দেখেন। পরে মরদেহটি উদ্ধার করে বড়দিয়া নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বড়দিয়া নৌ-পুলিশের উপপরিদর্শক (এসআই) লোকমান হোসেন বলেন, ‘সকালে মরদেহটি পাওয়া গেছে এই খবরে আমরা ঘটনাস্থলে আসি। স্থানীয়রা মরদেহ উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত