ইবি প্রতিনিধি
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রী নির্যাতনের ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে দুটি কমিটি। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ে প্রতিবেদন জমা দিয়েছে বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটি। এর আগে গতকাল শনিবার হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটি জেলা প্রশাসকের কাছে তাদের প্রতিবেদন জমা দেয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান। এ ছাড়া দেশরত্ন শেখ হাসিনা হল কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটি আগামীকাল প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে বলে জানান কমিটির সদস্যসচিব হলটির শাখা কর্মকর্তা আব্দুর রাজ্জাক।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘আজ সকালে বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটি তথ্য-উপাত্ত পর্যালোচনা শেষ করে একটি সিলগালা খামে তদন্ত কমিটির সদস্যসচিব আলীবদ্দীন খান এ প্রতিবেদন জমা দেন। এখানে ভুক্তভোগী, অভিযুক্ত, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, শেখ হাসিনা হলের কর্মকর্তা-কর্মচারীদের সাক্ষাৎকার ও তথ্য-উপাত্ত রয়েছে।’
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরও বলেন, ‘প্রতিবেদনের ভিত্তিতে মহামান্য হাইকোর্ট যে নির্দেশনা দেবেন, সেই নির্দেশনা বাস্তবায়ন করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের ব্যক্তিগত সহকারী মিল্টন সিলগালা কপি সঙ্গে নিয়ে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে জমা দেবেন।’
এ বিষয়ে নাম গোপন রাখার শর্তে বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটির এক সদস্য আজকের পত্রিকাকে বলেন, ‘তদন্ত প্রতিবেদনে তদন্ত কমিটির সবার স্বাক্ষরসংবলিত ১১ পৃষ্ঠার একটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছি। আরও বিভিন্ন ডকুমেন্ট সংযুক্ত করে দেওয়া আছে। হলে অন্তত ২০ জন ছাত্রীর সঙ্গে এসব বিষয়ে কথা হয়েছে কমিটির। সব বিষয়ে খতিয়ে দেখে আমরা শুধু যেটা ঘটেছে ওই মূল ঘটনা এখানে উপস্থাপন করেছি। এখানে আমরা কোনো নির্দেশনা দেইনি।’
বিচার বিভাগীয় তদন্ত কমিটির সদস্য সহকারী অধ্যাপক শাহবুব আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করে তদন্ত প্রতিবেদন জমা দিয়ে দিয়েছি।’ এর বেশি কিছু জানাতে তিনি অপারগতা প্রকাশ করেন।
অন্যদিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তদন্ত কমিটির প্রতিবেদন আজ রাতে ই-মেইলের মাধ্যমে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি বা সেক্রেটারি কাছে পাঠানোর কথা রয়েছে। দুপুরে ভুক্তভোগীর সঙ্গে এক ঘণ্টার বেশি সময় কথা বলেছেন শাখা ছাত্রলীগের তদন্ত কমিটি। এ সময় তদন্ত কমিটির কাছে রাতে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দেন ভুক্তভোগী।
বিষয়টি জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তদন্ত কমিটির আহ্বায়ক ও শাখা ছাত্রলীগের সহসভাপতি কামরুল হাসান অনিক আজকের পত্রিকাকে বলেন, ‘সব তদন্তের কাজ শেষ। রিপোর্ট তৈরি করে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি বা সেক্রেটারি কাছে পাঠানো হবে।’
এদিকে ভুক্তভোগী শিক্ষার্থী আজকের পত্রিকাকে বলেন, ‘এখন পর্যন্ত সব তদন্ত কমিটি ও তাদের প্রতিবেদনের ওপর পূর্ণ আস্থা আছে। তবে প্রতিবেদন প্রকাশ না হওয়া পর্যন্ত সন্তুষ্টি-অসন্তুষ্টির বিষয় কিছু বলা যাচ্ছে না। আমার ওপর যে অমানবিক নির্যাতনের ঘটনা ঘটেছে, এটা যেন বাংলাদেশের আর কোথায়ও না ঘটে। সেটাই আমার প্রত্যাশা। এ ঘটনার সুষ্ঠু ন্যায়বিচার হোক—এটাই আমার চাওয়া। আমি আর দশটা মেয়ের মতো ক্লাস-পরীক্ষায় বসতে চাই। আমি ক্যাম্পাসে ফিরতে চাই।’
উল্লেখ্য, ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশরত্ন শেখ হাসিনা হলে দুই দফায় ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের এক ছাত্রীকে রাতভর বিভিন্ন কায়দায় নির্যাতন করার অভিযোগ ওঠে। এ ঘটনায় শাখা ছাত্রলীগ সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও ফিন্যান্স বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের তাবাসসুমসহ আরও সাত-আটজন জড়িত বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রী নির্যাতনের ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে দুটি কমিটি। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ে প্রতিবেদন জমা দিয়েছে বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটি। এর আগে গতকাল শনিবার হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটি জেলা প্রশাসকের কাছে তাদের প্রতিবেদন জমা দেয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান। এ ছাড়া দেশরত্ন শেখ হাসিনা হল কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটি আগামীকাল প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে বলে জানান কমিটির সদস্যসচিব হলটির শাখা কর্মকর্তা আব্দুর রাজ্জাক।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘আজ সকালে বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটি তথ্য-উপাত্ত পর্যালোচনা শেষ করে একটি সিলগালা খামে তদন্ত কমিটির সদস্যসচিব আলীবদ্দীন খান এ প্রতিবেদন জমা দেন। এখানে ভুক্তভোগী, অভিযুক্ত, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, শেখ হাসিনা হলের কর্মকর্তা-কর্মচারীদের সাক্ষাৎকার ও তথ্য-উপাত্ত রয়েছে।’
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরও বলেন, ‘প্রতিবেদনের ভিত্তিতে মহামান্য হাইকোর্ট যে নির্দেশনা দেবেন, সেই নির্দেশনা বাস্তবায়ন করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের ব্যক্তিগত সহকারী মিল্টন সিলগালা কপি সঙ্গে নিয়ে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে জমা দেবেন।’
এ বিষয়ে নাম গোপন রাখার শর্তে বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটির এক সদস্য আজকের পত্রিকাকে বলেন, ‘তদন্ত প্রতিবেদনে তদন্ত কমিটির সবার স্বাক্ষরসংবলিত ১১ পৃষ্ঠার একটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছি। আরও বিভিন্ন ডকুমেন্ট সংযুক্ত করে দেওয়া আছে। হলে অন্তত ২০ জন ছাত্রীর সঙ্গে এসব বিষয়ে কথা হয়েছে কমিটির। সব বিষয়ে খতিয়ে দেখে আমরা শুধু যেটা ঘটেছে ওই মূল ঘটনা এখানে উপস্থাপন করেছি। এখানে আমরা কোনো নির্দেশনা দেইনি।’
বিচার বিভাগীয় তদন্ত কমিটির সদস্য সহকারী অধ্যাপক শাহবুব আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করে তদন্ত প্রতিবেদন জমা দিয়ে দিয়েছি।’ এর বেশি কিছু জানাতে তিনি অপারগতা প্রকাশ করেন।
অন্যদিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তদন্ত কমিটির প্রতিবেদন আজ রাতে ই-মেইলের মাধ্যমে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি বা সেক্রেটারি কাছে পাঠানোর কথা রয়েছে। দুপুরে ভুক্তভোগীর সঙ্গে এক ঘণ্টার বেশি সময় কথা বলেছেন শাখা ছাত্রলীগের তদন্ত কমিটি। এ সময় তদন্ত কমিটির কাছে রাতে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দেন ভুক্তভোগী।
বিষয়টি জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তদন্ত কমিটির আহ্বায়ক ও শাখা ছাত্রলীগের সহসভাপতি কামরুল হাসান অনিক আজকের পত্রিকাকে বলেন, ‘সব তদন্তের কাজ শেষ। রিপোর্ট তৈরি করে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি বা সেক্রেটারি কাছে পাঠানো হবে।’
এদিকে ভুক্তভোগী শিক্ষার্থী আজকের পত্রিকাকে বলেন, ‘এখন পর্যন্ত সব তদন্ত কমিটি ও তাদের প্রতিবেদনের ওপর পূর্ণ আস্থা আছে। তবে প্রতিবেদন প্রকাশ না হওয়া পর্যন্ত সন্তুষ্টি-অসন্তুষ্টির বিষয় কিছু বলা যাচ্ছে না। আমার ওপর যে অমানবিক নির্যাতনের ঘটনা ঘটেছে, এটা যেন বাংলাদেশের আর কোথায়ও না ঘটে। সেটাই আমার প্রত্যাশা। এ ঘটনার সুষ্ঠু ন্যায়বিচার হোক—এটাই আমার চাওয়া। আমি আর দশটা মেয়ের মতো ক্লাস-পরীক্ষায় বসতে চাই। আমি ক্যাম্পাসে ফিরতে চাই।’
উল্লেখ্য, ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশরত্ন শেখ হাসিনা হলে দুই দফায় ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের এক ছাত্রীকে রাতভর বিভিন্ন কায়দায় নির্যাতন করার অভিযোগ ওঠে। এ ঘটনায় শাখা ছাত্রলীগ সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও ফিন্যান্স বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের তাবাসসুমসহ আরও সাত-আটজন জড়িত বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
মালদ্বীপের সঙ্গে শিগগিরই বাংলাদেশের সরাসরি জাহাজ চলাচল শুরু হবে। আজ বুধবার সকালে বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশিদ সাক্ষাৎ করতে এলে আলোচনার একপর্যায়ে নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এ কথা বলেন।
৭ মিনিট আগেসাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম এবং সাবেক সংসদ সদস্য ও হাজী সেলিমের ছেলে সোলাইমান সেলিমকে বিভিন্ন মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
১২ মিনিট আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল পদত্যাগ করেছেন। বুধবার দুপুরে তিনি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে পদত্যাগপত্র জমা দেন। বিশ্ববিদ্যালয়ে নতুন ট্রেজারারের যোগদান নিয়ে ক্যাম্পাসে উত্তেজনার মধ্যেই ববি প্রক্টরের আকস্মিক এই পদত্যাগ।
২০ মিনিট আগেবগুড়ার কাহালুতে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত দেড়টার দিকে কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের বোরাইল গ্রামে এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে