Ajker Patrika

পাইকগাছায় যাত্রীবাহী ভ্যান চাপায় নিহত ১, আহত ১

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
আপডেট : ২০ মার্চ ২০২২, ১৫: ২২
পাইকগাছায় যাত্রীবাহী ভ্যান চাপায় নিহত ১, আহত ১

খুলনার পাইকগাছায় মাছবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানগাড়ি চাপা দিয়ে দোকানের ভেতরে ঢুকে গেছে। এতে ভ্যানে থাকা এক যাত্রী মারা গেছেন এবং অন্য একজন আহত হয়েছেন। আজ রোববার দুপুরে উপজেলার চাঁদখালী ইউনিয়নের পাইকগাছা-কয়রা প্রধান সড়কের কাঁটাখালী বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় দোকানদার পূর্ণচন্দ্র শীল জানান, কয়রা থেকে ছেড়ে আসা মাছবাহী পিকআপ চাঁদখালী ইউনিয়নের কৃষ্ণনগরের কাঁটাখালী বাজার এলাকায় পৌঁছায়। এ সময় মোড় ঘোরার সময় পিকআপ ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি যাত্রীবাহী ভ্যানকে চাপা দেয়। এরপর সেটি সুধান কুমার হাজরা, রিপন সরদার ও তাঁর দোকান ঘরের ভেতরে ঢুকে পড়ে। তৎক্ষণাৎ দোকানে থাকা ফকির গাজী (৫৭) ও আব্দুল খালেক পিকআপের ধাক্কায় আহত হন। এ সময় এলাকাবাসী তাঁদের দুজনকে উদ্ধার করে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক ফকির গাজীকে মৃত ঘোষণা করেন। পুলিশ পিকআপটি জব্দ করে থানা হেফাজতে রেখেছে।

মাছবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের ভেতর ঢুকে একজন মারা যানফকির গাজী উপজেলার স্মরণ খালী ও আব্দুল খালেক দেবদুয়ার গ্রামের বাসিন্দা। 

মাছবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের ভেতর ঢুকে একজন মারা যানএ বিষয়ে পাইকগাছা অফিসার ইনচার্জ মো. জিয়াউর রহমান জানান, দুর্ঘটনার সংবাদ শুনে ঘটনাস্থল থেকে পিকআপ জব্দ করা হয়েছে। ওই মৃত ব্যক্তির মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

একাত্তর ও এক-এগারোর সময় বাংলাদেশ বিষয়ে মার্কিন নীতি ভুল ছিল: ড্যানিলোভিচ

সীতাকুণ্ডে সৈকতে বন্ধুকে বেঁধে রেখে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত