ইবি প্রতিনিধি
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরা এসেছ তৃষ্ণা নিয়ে, বেরিয়ে যাও তৃপ্ত হয়ে, বিলিয়ে দাও নিজেকে উজাড় করে। যাঁর নামে এই হলের নাম, সেই পর্বতসম উঁচু, ত্যাগের মহান আদর্শ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো তোমরা দেশ, জাতি ও মানবতার সেবায় নিজেদের বিলিয়ে দেবে।’
গতকাল বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে ২০১৫-১৬ ও ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর শিক্ষার্থী এবং ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শিক্ষার্থীদের ক্রেস্ট ও ফুল উপহার দেওয়া হয়। এ ছাড়া অনুষ্ঠানে ‘মুজিব সেনা স্মৃতিকথা’ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
উপাচার্য বলেন, ‘এত দিন পরিবার এবং রাষ্ট্র তোমাদের অনেক দিয়েছে। আগামীকাল থেকে শুরু তোমাদের ঋণ পরিশোধের পালা। তোমরা এমন হও যেন মানুষ তোমাদের নিয়ে গর্ব করতে পারে।’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মাহবুবুল আরফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া।
এ সময় প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিয়া মো. রাসিদুজ্জামান, সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. আসাদুজ্জামান, প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদসহ হলের আবাসিক শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরা এসেছ তৃষ্ণা নিয়ে, বেরিয়ে যাও তৃপ্ত হয়ে, বিলিয়ে দাও নিজেকে উজাড় করে। যাঁর নামে এই হলের নাম, সেই পর্বতসম উঁচু, ত্যাগের মহান আদর্শ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো তোমরা দেশ, জাতি ও মানবতার সেবায় নিজেদের বিলিয়ে দেবে।’
গতকাল বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে ২০১৫-১৬ ও ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর শিক্ষার্থী এবং ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শিক্ষার্থীদের ক্রেস্ট ও ফুল উপহার দেওয়া হয়। এ ছাড়া অনুষ্ঠানে ‘মুজিব সেনা স্মৃতিকথা’ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
উপাচার্য বলেন, ‘এত দিন পরিবার এবং রাষ্ট্র তোমাদের অনেক দিয়েছে। আগামীকাল থেকে শুরু তোমাদের ঋণ পরিশোধের পালা। তোমরা এমন হও যেন মানুষ তোমাদের নিয়ে গর্ব করতে পারে।’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মাহবুবুল আরফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া।
এ সময় প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিয়া মো. রাসিদুজ্জামান, সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. আসাদুজ্জামান, প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদসহ হলের আবাসিক শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অভাব আর শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার হয়েও রহিমা আরা দোলা স্বপ্ন দেখতেন ভালোভাবে বেঁচে থাকার। কিন্তু সড়ক দুর্ঘটনায় সন্তান হারানোর পর বেঁচে থাকার সেই ইচ্ছেটাও মরে যায়। তিনবার আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হন। সেই মনোবল হারানো দোলা আজ অনেক নারীর অনুপ্রেরণা। তিনটি জামার ডিজাইন করে ২০ হাজার টাকা নিয়ে ব্যব
৪ ঘণ্টা আগেছোট্ট দোকান। দোকানের সামনে কোনো সাইনবোর্ড নেই। দোকানটিতে পাওয়া যায় শুধু জিলাপি আর নিমকি। প্রতিবছর রোজার দিনে দুপুরের পর থেকে রাজশাহী নগরের বাটার মোড়ের এই দোকানে জিলাপি কিনতে ক্রেতাদের ভিড় লেগে যায়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।
৪ ঘণ্টা আগেমাছির সংক্রমণ থেকে ফলসহ নানান সবজি রক্ষায় নতুন একটি পদ্ধতি এনেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কীটতত্ত্ববিদ ও গবেষক অধ্যাপক মোহাম্মদ আবুল মঞ্জুর খান। দেশে প্রচলিত ট্র্যাপের মধ্যে সাধারণত লিউর ও সাবান-পানি ব্যবহৃত হয়, যার কার্যকারিতা বজায় রাখতে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। কৃষকেরা এটি
৪ ঘণ্টা আগেবর্ষা মৌসুমে বিলে থই থই পানি। তখন পাড়ি দিতে হয় নৌকায়। এরপর হেঁটে কাদা-পানি মাড়িয়ে চলাচল কিছুদিন। আর খরা মৌসুমে বিলের মাঝখানে জেগে ওঠা ভাঙাচোরা রাস্তা। এভাবেই দুর্ভোগ সঙ্গে নিয়ে বছরের পর বছর চলাচল করছেন নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের অন্তত ১৫ গ্রামের মানুষ।
৪ ঘণ্টা আগে