ঝিনাইদহ প্রতিনিধি
ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রি প্রদানের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার সকাল ৮টা থেকে প্রতিবেদনটি প্রকাশ হওয়া পর্যন্ত কলেজের প্রধান ফটকের সামনে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তাঁরা। সেখানে তাঁরা ব্যানার ও ফেস্টুন নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন।
খবর পেয়ে দুপুরের আগে ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহিন হোসেন ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তবে শিক্ষার্থীদের দাবি, জেলা প্রশাসক না এলে অবরোধ কর্মসূচি চালিয়ে যাবেন তাঁরা।
এদিকে এ সময় বন্ধ ছিল ওই সড়কের সব যান চলাচল। সড়ক অবরোধের কারণে ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা। এ সময় নিরুপায় যাত্রীদের পায়ে হেঁটে যাতায়াত করতে দেখা যায়। পরে বিকল্প পথে ওই সড়কে যান চলাচল শুরু হয়।
সকালে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সজিবুল হাসান সজিব জানান, ভর্তি বিজ্ঞপ্তিতে ডিভিএম ডিগ্রি দেওয়ার কথা থাকলেও কলেজ কর্তৃপক্ষ বিএসসি ভেট সায়েন্স অ্যান্ড এএইচএস ডিগ্রি প্রদান করার চেষ্টা করছে। তাতে শিক্ষার্থীদের ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে নানান সমস্যার সম্মুখীন হতে হবে। তাই তাঁরা ডিভিএম ডিগ্রির দাবি জানিয়েছেন। এর আগে মানববন্ধন, সড়ক অবরোধ, খুলনা প্রাণিসম্পদের বিভাগের কর্মকর্তাকে অবরুদ্ধ করার পরও তাঁদের দাবি মানা হয়নি। যে কারণে আবারও তাঁরা নতুন করে সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছেন।
বিকেলে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে সজিব বলেন, ‘কয়েক দিন আগেও আমরা একই দাবিতে আন্দোলন করেছিলাম। সে সময় ঝিনাইদহের জেলা প্রশাসক মনিরা বেগম আমাদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিলে আমরা আন্দোলন প্রত্যাহার করি। কিন্তু কয়েক দিন অতিবাহিত হলেও আমাদের দাবি বাস্তবায়ন না হওয়ায় আমরা আবারও আন্দোলন করছি। এখন জেলা প্রশাসক এসে আমাদের দাবি বাস্তবায়ন না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।’
এ ঘটনায় ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শাহিন হোসেন বলেন, ‘জেলা প্রশাসক স্যারের নির্দেশে আমি ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। কিন্তু ছাত্রদের দাবি ডিসি স্যার ঘটনাস্থলে এসে তাদের দাবি বাস্তবায়ন করলেই তারা আন্দোলন প্রত্যাহার করবে।’
ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রি প্রদানের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার সকাল ৮টা থেকে প্রতিবেদনটি প্রকাশ হওয়া পর্যন্ত কলেজের প্রধান ফটকের সামনে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তাঁরা। সেখানে তাঁরা ব্যানার ও ফেস্টুন নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন।
খবর পেয়ে দুপুরের আগে ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহিন হোসেন ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তবে শিক্ষার্থীদের দাবি, জেলা প্রশাসক না এলে অবরোধ কর্মসূচি চালিয়ে যাবেন তাঁরা।
এদিকে এ সময় বন্ধ ছিল ওই সড়কের সব যান চলাচল। সড়ক অবরোধের কারণে ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা। এ সময় নিরুপায় যাত্রীদের পায়ে হেঁটে যাতায়াত করতে দেখা যায়। পরে বিকল্প পথে ওই সড়কে যান চলাচল শুরু হয়।
সকালে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সজিবুল হাসান সজিব জানান, ভর্তি বিজ্ঞপ্তিতে ডিভিএম ডিগ্রি দেওয়ার কথা থাকলেও কলেজ কর্তৃপক্ষ বিএসসি ভেট সায়েন্স অ্যান্ড এএইচএস ডিগ্রি প্রদান করার চেষ্টা করছে। তাতে শিক্ষার্থীদের ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে নানান সমস্যার সম্মুখীন হতে হবে। তাই তাঁরা ডিভিএম ডিগ্রির দাবি জানিয়েছেন। এর আগে মানববন্ধন, সড়ক অবরোধ, খুলনা প্রাণিসম্পদের বিভাগের কর্মকর্তাকে অবরুদ্ধ করার পরও তাঁদের দাবি মানা হয়নি। যে কারণে আবারও তাঁরা নতুন করে সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছেন।
বিকেলে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে সজিব বলেন, ‘কয়েক দিন আগেও আমরা একই দাবিতে আন্দোলন করেছিলাম। সে সময় ঝিনাইদহের জেলা প্রশাসক মনিরা বেগম আমাদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিলে আমরা আন্দোলন প্রত্যাহার করি। কিন্তু কয়েক দিন অতিবাহিত হলেও আমাদের দাবি বাস্তবায়ন না হওয়ায় আমরা আবারও আন্দোলন করছি। এখন জেলা প্রশাসক এসে আমাদের দাবি বাস্তবায়ন না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।’
এ ঘটনায় ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শাহিন হোসেন বলেন, ‘জেলা প্রশাসক স্যারের নির্দেশে আমি ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। কিন্তু ছাত্রদের দাবি ডিসি স্যার ঘটনাস্থলে এসে তাদের দাবি বাস্তবায়ন করলেই তারা আন্দোলন প্রত্যাহার করবে।’
চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে মশাল মিছিল ও বিক্ষোভ করেছে ইনকিলাব মঞ্চ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিক্ষোভের পর রাত ১০টার দিকে টিএসসিতে গায়েবানা জানাজার নামাজও আদায় করা হয়
২ ঘণ্টা আগেচট্টগ্রাম আদালতে ইসকন নেতা ও সনাতন সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বিক্ষোভ ও সহিংসতায় রাষ্ট্রপক্ষের এক আইনজীবী নিহতের ঘটনায় দিনভর উত্তপ্ত ছিল বন্দরনগরী। গতকাল সোমবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময়কে গ্রেপ্তার
২ ঘণ্টা আগেহবিগঞ্জের বানিয়াচংয়ে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। আজ মঙ্গলবার উপজেলার পুকড়া এলাকায় নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগেববি, ট্রেজারার, সেনা কর্মকর্তা, বরিশাল, জেলার খবর
৩ ঘণ্টা আগে