সকালে ভোটারের উপস্থিতি কম 

নিজস্ব প্রতিবেদক, খুলনা থেকে 
আপডেট : ১২ জুন ২০২৩, ১১: ১৫
Thumbnail image

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ভোট শুরু হওয়ার এক ঘণ্টার মধ্যে ভোটার উপস্থিতি অনেকটাই কম। তবে বিপরীত চিত্র ছিল গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে। আজ সোমবার পশ্চিম বানিয়াখামার এলাকায় দুটি কেন্দ্রে গিয়ে ভোটার উপস্থিতি তেমন লক্ষ করা যায়নি। নারী ভোটারের উপস্থিত নেই বললেই চলে।

২২৪ নং কেন্দ্রের প্রিসাইডিং অফিসার বিকাশ চন্দ্র হালদার আজকের পত্রিকাকে বলেন, তার কেন্দ্রে ভোটার ২ হাজার ৩২০ জন। চারটি বুথে সাতটি ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) দেওয়া হয়েছে।

বিকাশ চন্দ্র জানান, শুরুর এক ঘণ্টা ইভিএমে কোনো ধরনের সমস্যা হয়নি। তবে ভোটার উপস্থিতি অনেকটাই কম।

পাশের ২২৩ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. রবিউল ইসলাম বলেন, তাঁর কেন্দ্রে ভোটার ২ হাজার ৪৮ জন। এখানে ৭টি বুথে ১১টি ইভিএম দেওয়া হয়েছে। শুরুতে একটি ইভিএম সমস্যা করলেও পরে তা ঠিক করা হয়েছে।

রবিউল ইসলামও জানালেন, তাঁর কেন্দ্রে ভোটার উপস্থিতি অনেকটাই কম।

তবে সকাল থেকেই এসব কেন্দ্রে বয়স্ক ভোটারের উপস্থিতি বেশি ছিল। চল্লিশোর্ধ্ব বয়সের ব্যক্তিদেরকে বেশি দেখা গিয়েছে ভোটকেন্দ্রে।

২২৩ নম্বর কেন্দ্রে ভোট দেবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মাওলানা আব্দুল আউয়াল। তবে বুথগুলো ঘুরে দেখা গেছে এখন পর্যন্ত তার পোলিং এজেন্টের উপস্থিতি নেই। নৌকার মেয়র প্রার্থীসহ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর মেয়র প্রার্থীর পোলিং এজেন্ট ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত