কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
নিজের ঘরের খাটের নিচে বিশেষভাবে তৈরি সুড়ঙ্গ থেকে গ্রেপ্তার হয়েছেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রিপন হোসেন। তিনি সাতক্ষীরার কলারোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি। আজ শুক্রবার সাতক্ষীরা র্যাব-৬-এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্ষিতা এক নারীকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে যান। ভিকটিমকে সান্ত্বনা দিয়ে ফিরে যাওয়ার সময় কলারোয়া থানা এলাকায় তাঁর গাড়িবহরের গতিরোধ করে হত্যার উদ্দেশ্যে বোমা নিক্ষেপ ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় একদল সন্ত্রাসী।
গ্রেপ্তার আসামি রিপন ওই হামলার পরিকল্পনাকারী এবং বিস্ফোরক বহনকারীদের একজন। তিনি তাঁর সহযোগীদের নিয়ে প্রধানমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করলে বহু নেতা-কর্মী গুরুতর আহত হন এবং কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। আসামি রিপন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এত দিন ঢাকা, যশোরসহ দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়িয়েছেন।
গত ১৮ এপ্রিল এ মামলার বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা স্পেশাল ট্রাইব্যুনাল-৩-এর বিচারক আসামি রিপনসহ ৪৮ জনকে যাবজ্জীবন সাজাসহ বিভিন্ন মেয়াদে সাজা দেন। রায়ের পর র্যাব-৬ খুলনার একটি দল পলাতক আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা শুরু করে।
গতকাল বৃহস্পতিবার (১৮ মে) র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রিপন সাতক্ষীরার কলারোয়া এলাকায় আত্মগোপনে আছেন। পরে সদর উপজেলা হাসপাতালসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে রিপনকে (৪৭) তাঁর নিজ ঘরের খাটের নিচে বিশেষভাবে তৈরি সুড়ঙ্গ থেকে গ্রেপ্তার করা হয়।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি রিপন হোসেনকে আগামীকাল (শনিবার) সাতক্ষীরা জেলা কারাগারে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।’
নিজের ঘরের খাটের নিচে বিশেষভাবে তৈরি সুড়ঙ্গ থেকে গ্রেপ্তার হয়েছেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রিপন হোসেন। তিনি সাতক্ষীরার কলারোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি। আজ শুক্রবার সাতক্ষীরা র্যাব-৬-এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্ষিতা এক নারীকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে যান। ভিকটিমকে সান্ত্বনা দিয়ে ফিরে যাওয়ার সময় কলারোয়া থানা এলাকায় তাঁর গাড়িবহরের গতিরোধ করে হত্যার উদ্দেশ্যে বোমা নিক্ষেপ ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় একদল সন্ত্রাসী।
গ্রেপ্তার আসামি রিপন ওই হামলার পরিকল্পনাকারী এবং বিস্ফোরক বহনকারীদের একজন। তিনি তাঁর সহযোগীদের নিয়ে প্রধানমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করলে বহু নেতা-কর্মী গুরুতর আহত হন এবং কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। আসামি রিপন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এত দিন ঢাকা, যশোরসহ দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়িয়েছেন।
গত ১৮ এপ্রিল এ মামলার বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা স্পেশাল ট্রাইব্যুনাল-৩-এর বিচারক আসামি রিপনসহ ৪৮ জনকে যাবজ্জীবন সাজাসহ বিভিন্ন মেয়াদে সাজা দেন। রায়ের পর র্যাব-৬ খুলনার একটি দল পলাতক আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা শুরু করে।
গতকাল বৃহস্পতিবার (১৮ মে) র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রিপন সাতক্ষীরার কলারোয়া এলাকায় আত্মগোপনে আছেন। পরে সদর উপজেলা হাসপাতালসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে রিপনকে (৪৭) তাঁর নিজ ঘরের খাটের নিচে বিশেষভাবে তৈরি সুড়ঙ্গ থেকে গ্রেপ্তার করা হয়।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি রিপন হোসেনকে আগামীকাল (শনিবার) সাতক্ষীরা জেলা কারাগারে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।’
মাগুরা সদরের পারনান্দুয়ালী মুন্সিপাড়ার ব্যবসায়ী শরীফ শাহিনুর রহমান ভেজাল তেলের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির জন্য দীর্ঘদিন ধরে প্রচার চালিয়ে আসছেন। জেলা পরিবেশক সমিতির একজন নেতা হিসেবে তিনি ব্যবসায়ীদের সতর্ক করতেন এবং তাঁদের সরকারি নিয়ম মেনে চলার আহ্বান জানাতেন। সেই তিনিই আবার ড্রামের খোলা সয়াবিন তেল
৩ মিনিট আগেমানিকগঞ্জের শিবালয়ে নিজের তৈরি ‘উড়োজাহাজ’ উড়িয়েছেন জুলহাস মোল্লা (২৮) নামের এক বৈদ্যুতিক মিস্ত্রি। আজ মঙ্গলবার (৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জাফরগঞ্জ এলাকায় যমুনার চরে উড়োজাহাজটি আকাশে ওড়ান। এ সময় মানিকগঞ্জের জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন
২২ মিনিট আগেচুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস থেকে ২ কেজি ৪১১ গ্রাম ওজনের ১৮টি সোনার বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পাচারকারী অভিযোগে দুজনকে আটক করা হয়। জব্দ সোনার বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা বলে বিজিবি জানিয়েছে। আজ মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল
১ ঘণ্টা আগেটিনের চাল ও বেড়া দেওয়া কারখানায় থরে থরে সাজানো বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের ম্যাঙ্গো জুসের বোতল। পাশে ভর্তি হওয়ার অপেক্ষায় হাজারো খালি বোতল। একটু দূরে বিশাল ড্রাম জুসে পরিপূর্ণ। কিন্তু পুরো কারখানায় তল্লাশি চালিয়ে অস্তিত্ব পাওয়া যায়নি কোনো আমের। আজ মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা
১ ঘণ্টা আগে