Ajker Patrika

গাংনীতে ইটভাটায় শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ মার্চ ২০২২, ১৪: ১৮
গাংনীতে ইটভাটায় শ্রমিকের মৃত্যু

মেহেরপুরের গাংনীতে ট্রাক্টরের চাপায় কদর আলী (৪০) নামের এক ইটভাটার শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টার সময় পৌর এলাকার থানাপাড়ার আস্থা ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কদর আলী থানাপাড়ার মৃত লাল্টু মিয়ার ছেলে।

ইটভাটার শ্রমিকেরা জানান, কদর আলী ইট তৈরি করার জন্য বালু সংগ্রহ করছিলেন। এ সময় পেছন থেকে ট্রাক্টর ধাক্কা দিলে কদর আলী চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনার পরপরই ট্রাক্টরের চালক ধানখোলা গ্রামের খোরশেদ আলম পালিয়ে যান।

এ বিষয়ে ইটভাটার মালিক স্বপন জানান, দুর্ঘটনাবশত মৃত্যুর ঘটনা ঘটেছে। কদর আলী দরিদ্র মানুষ। এ কারণে স্থানীয়ভাবে বসে বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখা হবে।

কদর আলীর স্ত্রী ফিরোজা খাতুন জানান, তাঁর স্বামী দারিদ্র্যের কারণে দীর্ঘ ১০ বছর যাবৎ বিভিন্ন ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করে আসছিলেন। সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। 

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কদর আলীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

একাত্তর ও এক-এগারোর সময় বাংলাদেশ বিষয়ে মার্কিন নীতি ভুল ছিল: ড্যানিলোভিচ

সীতাকুণ্ডে সৈকতে বন্ধুকে বেঁধে রেখে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত