Ajker Patrika

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় শিক্ষকসহ নিহত ২

প্রতিনিধি, কুষ্টিয়া
আপডেট : ১৪ জুলাই ২০২১, ১১: ৩৫
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় শিক্ষকসহ নিহত ২

কুষ্টিয়ার মধুপুরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ৭টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের লক্ষ্মীপুর কলার হাটের কাছে এ দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়া হাইওয়ে পুলিশের এসআই আব্দুল খালেক এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনায় সাতক্ষীরা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শফিউল আজম ও তাঁর চাচাতো ভাই এনামুল ইসলাম নিহত হন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল ৭টার দিকে নিজ বাড়ি থেকে সাতক্ষীরায় কলেজের উদ্দেশে মোটরসাইকেলে যাচ্ছিলেন শফিউল আজম ও তাঁর ভাই। এ সময় তাঁরা বিপরীত দিক থেকে আসা রডবাহী একটি ট্রাকের সঙ্গে ধাক্কায় খায়। এতে ঘটনাস্থলেই এনামুলের মৃত্যু হয়। অন্যদিকে হাসপাতালে নেওয়ার পর শিক্ষক শফিউলের মৃত্যু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত