ইবি প্রতিনিধি
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পাঁচ বিভাগের নেই নিজস্ব শ্রেণিকক্ষ। এসব বিভাগ চলে ধার করা শ্রেণিকক্ষ নিয়ে। এতে ভোগান্তিতে পড়েছেন সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। শ্রেণিকক্ষ সংকটের কারণে ইতিমধ্যে বিভিন্ন বিভাগ আন্দোলনে নেমেছে।
ইবি প্রশাসন সূত্র জানায়, ২০১৭-১৮ শিক্ষাবর্ষে অপরিকল্পিতভাবে আটটি বিভাগ খোলা হয়। বিভাগগুলো হলো হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান ও ফার্মেসি। এসব বিভাগ পাঁচ বছর পর গত বছর শ্রেণিকক্ষ বরাদ্দ পেয়েছে। তবে এদের ল্যাব, সেমিনার কক্ষ ও পর্যাপ্ত শিক্ষক নেই।
অন্যদিকে একই সময় যাত্রা করা আইন ও ভূমি ব্যবস্থাপনা, উন্নয়ন অধ্যয়ন, সমাজকর্মসহ পরে খোলা আরও দুটি বিভাগ চারুকলা ও মাল্টিমিডিয়া অ্যান্ড জার্নালিজম বিভাগের নেই কিছুই। পাঁচটি বিভাগে শিক্ষার্থী রয়েছেন এক হাজারের অধিক। এসব শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় থেকে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন। এসব বিভাগের কারও নেই নিজস্ব শ্রেণিকক্ষ, ল্যাব সুবিধা, সেমিনার কক্ষ ও শিক্ষক। বিভাগগুলোর শিক্ষার্থীদের ক্লাস করতে হচ্ছে অন্য বিভাগ থেকে ‘ধার’ করা একটি বা দুটি কক্ষে।
এসব সংকটের কারণে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা দিতে ভোগান্তিতে পড়তে হয়। বিভাগের শিক্ষকেরা অল্প শিক্ষক নিয়ে কোনো রকমে চালিয়ে নিচ্ছেন বিভাগের কার্যক্রম। প্রশাসনের দূরদর্শিতার অভাবেই এ রকম বেহাল দশা মনে করেন এসব বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। নতুন বিভাগগুলোতে প্রতিবছর শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও নেই পর্যাপ্ত শিক্ষক। ফলে শিক্ষা কার্যক্রম চলছে অন্য বিভাগের শিক্ষকদের ওপর ভর করে।
উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী অমিয় সাহা বলেন, ‘শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের চাহিদা অনুযায়ী টাকা দিয়ে যাচ্ছে। কিন্তু শিক্ষার্থীদের চাহিদা বিশ্ববিদ্যালয় পূরণ করতে ব্যর্থ হচ্ছে। এতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই দায়ী। পাস করে বের হচ্ছি ঠিকই। এত দিনেও কর্তৃপক্ষ পর্যাপ্ত ক্লাসরুম এবং সাপোর্টিভ উপকরণ দিতে ব্যর্থ হয়েছে।’
এদিকে নতুন করে এ বছর ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছেন ৩০ শিক্ষার্থী। এঁদের জন্য রয়েছেন একমাত্র বিভাগের সভাপতি গণিত বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মিজানুর রহমান। এঁদের ক্লাসরুম, অফিস ও শিক্ষকের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি প্রশাসন।
সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, এসব সংকট সারা বাংলাদেশে আছে। আমাদেরও আছে। হুট সমাধান করা যাবে না। নতুন ভবনের কাজ হচ্ছে। আস্তে আস্তে সব বিভাগ শ্রেণিকক্ষ পাবে।
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পাঁচ বিভাগের নেই নিজস্ব শ্রেণিকক্ষ। এসব বিভাগ চলে ধার করা শ্রেণিকক্ষ নিয়ে। এতে ভোগান্তিতে পড়েছেন সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। শ্রেণিকক্ষ সংকটের কারণে ইতিমধ্যে বিভিন্ন বিভাগ আন্দোলনে নেমেছে।
ইবি প্রশাসন সূত্র জানায়, ২০১৭-১৮ শিক্ষাবর্ষে অপরিকল্পিতভাবে আটটি বিভাগ খোলা হয়। বিভাগগুলো হলো হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান ও ফার্মেসি। এসব বিভাগ পাঁচ বছর পর গত বছর শ্রেণিকক্ষ বরাদ্দ পেয়েছে। তবে এদের ল্যাব, সেমিনার কক্ষ ও পর্যাপ্ত শিক্ষক নেই।
অন্যদিকে একই সময় যাত্রা করা আইন ও ভূমি ব্যবস্থাপনা, উন্নয়ন অধ্যয়ন, সমাজকর্মসহ পরে খোলা আরও দুটি বিভাগ চারুকলা ও মাল্টিমিডিয়া অ্যান্ড জার্নালিজম বিভাগের নেই কিছুই। পাঁচটি বিভাগে শিক্ষার্থী রয়েছেন এক হাজারের অধিক। এসব শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় থেকে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন। এসব বিভাগের কারও নেই নিজস্ব শ্রেণিকক্ষ, ল্যাব সুবিধা, সেমিনার কক্ষ ও শিক্ষক। বিভাগগুলোর শিক্ষার্থীদের ক্লাস করতে হচ্ছে অন্য বিভাগ থেকে ‘ধার’ করা একটি বা দুটি কক্ষে।
এসব সংকটের কারণে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা দিতে ভোগান্তিতে পড়তে হয়। বিভাগের শিক্ষকেরা অল্প শিক্ষক নিয়ে কোনো রকমে চালিয়ে নিচ্ছেন বিভাগের কার্যক্রম। প্রশাসনের দূরদর্শিতার অভাবেই এ রকম বেহাল দশা মনে করেন এসব বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। নতুন বিভাগগুলোতে প্রতিবছর শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও নেই পর্যাপ্ত শিক্ষক। ফলে শিক্ষা কার্যক্রম চলছে অন্য বিভাগের শিক্ষকদের ওপর ভর করে।
উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী অমিয় সাহা বলেন, ‘শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের চাহিদা অনুযায়ী টাকা দিয়ে যাচ্ছে। কিন্তু শিক্ষার্থীদের চাহিদা বিশ্ববিদ্যালয় পূরণ করতে ব্যর্থ হচ্ছে। এতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই দায়ী। পাস করে বের হচ্ছি ঠিকই। এত দিনেও কর্তৃপক্ষ পর্যাপ্ত ক্লাসরুম এবং সাপোর্টিভ উপকরণ দিতে ব্যর্থ হয়েছে।’
এদিকে নতুন করে এ বছর ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছেন ৩০ শিক্ষার্থী। এঁদের জন্য রয়েছেন একমাত্র বিভাগের সভাপতি গণিত বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মিজানুর রহমান। এঁদের ক্লাসরুম, অফিস ও শিক্ষকের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি প্রশাসন।
সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, এসব সংকট সারা বাংলাদেশে আছে। আমাদেরও আছে। হুট সমাধান করা যাবে না। নতুন ভবনের কাজ হচ্ছে। আস্তে আস্তে সব বিভাগ শ্রেণিকক্ষ পাবে।
শরীয়তপুরের জাজিরায় রফিক মোল্লা (২৫) নামের এক যুবককে ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে লিবিয়া নিয়ে জিম্মি করে দালাল চক্র। সেখানে আটকে রেখে নির্যাতন চালিয়ে তাঁর পরিবারের কাছ থেকে ২৭ লাখ টাকা হাতিয়ে নেয়। কিন্তু তাতেও মুক্তি মেলেনি রফিকের।
১৩ মিনিট আগেঅবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বগুড়ার আলোচিত তুফান সরকারকে ১৩ বছর কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরের জেলার স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ শহিদুল্লা এ রায় ঘোষণা করেন।
১৯ মিনিট আগেচট্টগ্রামের ঘটনার কারণে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনে প্রতিবাদ কর্মসূচি স্থগিত করেছেন চলচ্চিত্রকর্মীরা। একাডেমির খসড়া আইনে চলচ্চিত্রকে বাদ দেওয়ার প্রতিবাদে আজ বুধবার এই প্রতিবাদ কর্মসূচি হওয়ার কথা ছিল। এখন কর্মসূচির পরিবর্তে তাঁরা একাডেমি বরাবর স্মারকলিপি দেবেন।
২২ মিনিট আগেহবিগঞ্জের আজমিরীগঞ্জে সমিতির তহবিলের হিসাব চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ বুধবার সকাল ৯টার দিকে উপজেলার জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামে এ ঘটনা ঘটে।
৪০ মিনিট আগে