Ajker Patrika

হেঁটে কলকাতা থেকে ঢাকার পথে গীতা বালাকৃষ্ণ

বেনাপোল (যশোর) প্রতিনিধি
হেঁটে কলকাতা থেকে ঢাকার পথে গীতা বালাকৃষ্ণ

পতাকা হাতে পায়ে হেঁটে কলকাতা থেকে ঢাকার পথে রওনা দিয়েছেন গীতা বালাকৃষ্ণ নামে এক আর্কিটেক্টস নারী। সামাজিক পরিমণ্ডলে স্থপতিদের সামাজিক দায়িত্বের দিকগুলো তুলে ধরতে এবং আর্কিটেক্টসদের সামাজিক দায়িত্ব নিয়ে সচেতন করতে এই যাত্রা করেন তিনি।

আজ বুধবার বিকেলে ওই নারী ভারতের পেট্রাপোল চেকপোস্ট হয়ে পাসপোর্ট নিয়ে বেনাপোল চেকপোস্টে আসেন। এ সময় ‘দ্য ইনস্টিটিউট অব আর্কিটেক্টস’ এর সদস্য শাহারিয়ার রহমান সূর্য বাংলাদেশের পতাকা হাতে তাঁকে স্বাগত জানান। 

আগামীকাল বৃহস্পতিবার ভোরে তিনি বেনাপোল থেকে ঝিনাইদহ-নড়াইল হয়ে ঢাকা যাবেন। এর আগে একই বার্তা নিয়ে ১৭০০ কিলোমিটার পায়ে হেঁটে দিল্লি যান বলে জানান এই নারী। 

প্রবেশের পর শাহারিয়ার রহমান সূর্য বাংলাদেশের পতাকা হাতে তাঁকে স্বাগত জানানগীতা বালাকৃষ্ণ জানান, সামাজিক পরিমণ্ডলে স্থপতিদের সামাজিক দায়িত্বের দিকগুলো তুলে আর আর্কিটেক্টস নিয়ে বাংলাদেশিদের সঙ্গে মত বিনিময়ে তিনি বাংলাদেশ এসেছেন। ৮ ও ১০ নভেম্বর ঢাকায় ‘দ্য ইনস্টিটিউট অব আর্কিটেক্টসের’ সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ গ্রহণ করবেন। পরে বেনাপোল হয়ে স্বদেশ ফিরবেন। এমন একটা কাজে অংশ নিতে পেরে তিনি নিজেকে গর্বিত মনে করছেন এই নারী। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত