Ajker Patrika

পাইকগাছায় সড়কে আলমসাধু উল্টে চালক নিহত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
পাইকগাছায় সড়কে আলমসাধু উল্টে চালক নিহত

খুলনার পাইকগাছায় সড়কে আলমসাধু উল্টে গিয়ে চালক নিহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার চক কাওলী গ্রামের চারা বটতলা এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তি হলেন মাসুম সানা (২৬)। তিনি সাতক্ষীরার আশাশুনি থানার গোয়ালডাঙ্গা গ্রামের মুনছুর সানার ছেলে। মরদেহের ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন বলে জানান পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান। 

নিহতের বড় ভাই মাহাফুজুল সানা গতকাল বলেন, ‘গতকাল সন্ধ্যায় আমার ছোটভাই মাসুম আলমসাধু চালিয়ে বড়দল থেকে কয়রার হোগলারহাট যাওয়ার সময় পাইকগাছার চক কাওলি এলাকায় পৌঁছায়। এ সময় কুকুর দৌড়ে আলমসাধুর নিচে পড়ে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে আলমসাধু উল্টে রাস্তার ওপর পড়ে মাসুম মাথায় আঘাত পায়। পিছে চলতে থাকা অপর একটি আলমসাধু মাসুমের শরীরের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলে সে মারা যায়।’ 

পাইকগাছা থানার ওসি ওবাইদুর রহমান বলেন, ‘আলমসাধুর চাপায় মারা যাওয়া মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত