বর্তমান সরকারের অধীনে আর কোনো নির্বাচন হবে না: গয়েশ্বর রায়

খুলনা প্রতিনিধি
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১৭: ১৮
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১৭: ৩৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘শুধু বিএনপি নয়, দেশের সবগুলো গণতান্ত্রিক রাজনৈতিক জোট ঘোষণা দিয়েছে যে বর্তমান অবৈধ সরকারের অধীনে আর কোনো নির্বাচন হবে না। দেশের মানুষ প্রমাণ করেছে শেখ হাসিনার পায়ের নিচের মাটি সরে গেছে।’ 

এক দফা দাবি আদায়ে ২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগীয় রোডমার্চ সফলের লক্ষ্যে আজ শনিবার খুলনা জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে বিএনপির বিভাগীয় সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিনা ভোটের সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে দেশের গণতন্ত্রপ্রিয় ১৮ কোটি মানুষ। মানুষের পক্ষে অবস্থান নিয়েছে জাতিসংঘসহ পৃথিবীর প্রতিটি গণতান্ত্রিক দেশ। পৃথিবীর মোড়ল রাষ্ট্রগুলো বলেছে বাংলাদেশে গণতন্ত্র নেই, মানুষের ভোটাধিকার নেই। 

তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘যদি শান্তিপূর্ণ পন্থায় আপনারা পদত্যাগ না করেন, তাহলে জনগণের উত্তাল তরঙ্গে ভেসে যাবেন।’ 

বিভাগীয় সমন্বয় সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। 

সভায় উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সহপ্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক এস এম শফিকুল আলম মনা, সদস্যসচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান, সদস্যসচিব মনিরুল হাসান বাপ্পী, কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমি, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব হোসেন, মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান বাবু, সদস্যসচিব শরিফুজ্জামান শরিফ, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ, নড়াইল জেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, যশোর জেলা বিএনপির সদস্যসচিব সাবেরুল হক সাবু, সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আলীম, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আকরাম হোসেন তালিম প্রমুখ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত