Ajker Patrika

কুষ্টিয়ায় এক দিনে করোনা ও উপসর্গে মৃত্যু ১৯

প্রতিনিধি, কুষ্টিয়া সদর
আপডেট : ২৫ জুলাই ২০২১, ১০: ৫৭
কুষ্টিয়ায় এক দিনে করোনা ও উপসর্গে মৃত্যু ১৯

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত সময়ে ১৫ জন করোনা আক্রান্ত হয়ে ও চারজন উপসর্গ নিয়ে মারা গেছেন।

কোভিড ডেডিকেডেট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করে বলেন, ২০০ শয্যার করোনা ইউনিটে করোনা ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন ২০৮ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী ১৪৮ ও ৬০ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন।

জেলা প্রশাসনের হিসাবে, গত ২৪ ঘণ্টায় ৮৪১ নমুনা পরীক্ষায় আরও ২৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন করে শনাক্ত হওয়া ২৬০ জনের মধ্যে কুষ্টিয়া সদরের ৫২, দৌলতপুরের ৮৬, কুমারখালীর ২৬, ভেড়ামারার ৩০, মিরপুরের ৪৯ ও খোকসার ১৪ জন রয়েছেন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩০.৯১ শতাংশ।

জেলায় করোনায় এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪৯৫ জনের। আর মোট শনাক্তের সংখ্যা ১৩ হাজার ১৯৯।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত