ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এসে আত্মহত্যা করেছে এক কলেজ শিক্ষার্থী। মঙ্গলবার খুলনার ডুমুরিয়া উপজেলার পাকুড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। বিষপানের পর আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
নিহতের নাম মিঠুন কুণ্ডু (২৪)। সে উপজেলার পাকুড়িয়া গ্রামের শ্যামল কুণ্ডুর পুত্র ও দৌলতপুর সরকারি ব্রজলাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
পুলিশ জানিয়েছে, মিঠুন দৌলতপুর বিএল কলেজে পড়ালেখার পাশাপাশি একটি কৃষি ফার্মে কাজ করত। গত মঙ্গলবার দুপুরের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয় মিঠুন। ধামালিয়া গ্রামের তৌহিদুজ্জামান রাতুল জানান, ১৭ সেকেন্ডের ফেসবুক লাইভে একটি বোতলের মুখ খুলতে দেখে মিঠুনের স্বজনদের মোবাইলে খবর দেন তিনি। পরে অনেক খোঁজাখুঁজির পর ফার্মের পাশে মাছের ঘেরে মিঠুনকে পাওয়া যায়।
ফার্মের কর্মচারী রিনা বিশ্বাস বলেন, ‘ঘেরের পাশে মিঠুনকে দেখে সন্দেহ হলে জানতে চাই—সে বিষ খেয়েছো কিনা। তখন সে অস্বীকার করে। কিন্তু সবাই বিষ খাওয়ার বিষয়টি আঁচ করতে পেরে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে মিঠুন মারা যায়। আত্মহত্যার আগে দুদিন ধরে মিঠুন তার ফেসবুকে কয়েকটি হতাশামূলক স্ট্যাটাস পোস্ট করেছে।’
রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক সিকদার এনায়েত বলেন, ‘আমি জানার জন্য বুধবার ঘটনাস্থলে গিয়েছিলাম। মিঠুন ধান চাষে ব্যবহৃত বিষ পান করেছে। নারীঘটিত কোনো কারণ থাকতে পারে বলে কিছুটা গুঞ্জন শোনা যাচ্ছে।’
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন, ‘খুলনার সোনাডাঙ্গা থানায় এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে।’
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এসে আত্মহত্যা করেছে এক কলেজ শিক্ষার্থী। মঙ্গলবার খুলনার ডুমুরিয়া উপজেলার পাকুড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। বিষপানের পর আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
নিহতের নাম মিঠুন কুণ্ডু (২৪)। সে উপজেলার পাকুড়িয়া গ্রামের শ্যামল কুণ্ডুর পুত্র ও দৌলতপুর সরকারি ব্রজলাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
পুলিশ জানিয়েছে, মিঠুন দৌলতপুর বিএল কলেজে পড়ালেখার পাশাপাশি একটি কৃষি ফার্মে কাজ করত। গত মঙ্গলবার দুপুরের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয় মিঠুন। ধামালিয়া গ্রামের তৌহিদুজ্জামান রাতুল জানান, ১৭ সেকেন্ডের ফেসবুক লাইভে একটি বোতলের মুখ খুলতে দেখে মিঠুনের স্বজনদের মোবাইলে খবর দেন তিনি। পরে অনেক খোঁজাখুঁজির পর ফার্মের পাশে মাছের ঘেরে মিঠুনকে পাওয়া যায়।
ফার্মের কর্মচারী রিনা বিশ্বাস বলেন, ‘ঘেরের পাশে মিঠুনকে দেখে সন্দেহ হলে জানতে চাই—সে বিষ খেয়েছো কিনা। তখন সে অস্বীকার করে। কিন্তু সবাই বিষ খাওয়ার বিষয়টি আঁচ করতে পেরে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে মিঠুন মারা যায়। আত্মহত্যার আগে দুদিন ধরে মিঠুন তার ফেসবুকে কয়েকটি হতাশামূলক স্ট্যাটাস পোস্ট করেছে।’
রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক সিকদার এনায়েত বলেন, ‘আমি জানার জন্য বুধবার ঘটনাস্থলে গিয়েছিলাম। মিঠুন ধান চাষে ব্যবহৃত বিষ পান করেছে। নারীঘটিত কোনো কারণ থাকতে পারে বলে কিছুটা গুঞ্জন শোনা যাচ্ছে।’
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন, ‘খুলনার সোনাডাঙ্গা থানায় এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে।’
মাছ বিক্রেতার স্ত্রী তিনি। স্বামীর মাছ বিক্রির লাভের টাকায় টেনেটুনে দিন চলত। সংসারে অভাব লেগেই থাকত। নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা। একটা অভাব মিটলে, নতুন করে হাজির হতো আরেকটি। ধারদেনা করেই চলতে হতো।
৪ মিনিট আগেনীলফামারীর কিশোরগঞ্জে পুলিশের ওপর হামলা করে ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা মোখলেছুর রহমান বিমানকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ২৭ জনের নাম উল্লেখ করে ২৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। আজ শনিবার সকালে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন থানা-পুলিশের ভারপ্রাপ্ত...
১৪ মিনিট আগেপাহাড়িয়া জাতিগোষ্ঠীর মাতৃভাষা হলো পাহাড়িয়া। এই ভাষায় কী-বোর্ড ডেভেলপ করেছে ফ্রেন্ডস অব এন্ডেঞ্জার্ড এথনিক ল্যাংগুয়েজেস (ফিল) নামের একটি সংগঠন। আজ শনিবার সকালে তাই রাজশাহীতে ‘মালত সাবা’ নামের এই কী-বোর্ডের উদ্বোধন করা হয়।
২৯ মিনিট আগেকলেজে পড়াশোনা করার সময় পপির সঙ্গে মহিন ইসলাম রিয়াদ নামের এক যুবকের পরিচয় ছিল। কিন্তু বিয়ের পর রিয়াদ পপির স্বামী মাহমুদের কাছে দাবি করে পপির সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল
৩২ মিনিট আগে