Ajker Patrika

শিশু ধর্ষণের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
আপডেট : ১৯ মে ২০২৩, ১৬: ০০
শিশু ধর্ষণের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা

খুলনার পাইকগাছায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাকি শেখ (২৫) নামের এক যুবকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে শিশুটির বাবা মামলা করেন। এদিকে আজ শুক্রবার শিশুটি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। 

এর আগে গত বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এর পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত যুবক। 

মামলার তদন্তকারী কর্মকর্তা মোস্তফা শওকত জামান জানান, বুধবার সন্ধ্যায় রাকি শেখ পাখির বাসা দেখানোর কথা বলে ওই শিশুকে বাড়ির পাশের একটি ঝোপের পাশে নিয়ে যায়। এ সময় তিনি শিশুটির মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালান। একপর্যায়ে শিশুটি রকিকে ধাক্কা দিয়ে পাশের একটি ঘেরে ফেলে দিয়ে বাড়িতে আসে। পরিবারের সদস্যদের বিষয়টি জানালে শিশুটির বাবা পুলিশকে জানায়। ওই রাতেই পুলিশ রকির বাড়িতে অভিযান চালায়, কিন্তু রকি পালিয়ে যায়। পরদিন শিশুটির বাবা ধর্ষণচেষ্টার অভিযোগ এনে থানায় মামলা করেন। 

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। শিশুটি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আসামি রকিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত