ঝিনাইদহ প্রতিনিধি
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মামলায় ঝিনাইদহ-১ আসনের এমপি ও নৌকার প্রার্থী আব্দুল হাইকে জামিন দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার সকালে তিনি অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বৈজয়ন্ত বিশ্বাসের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন। একই সময় তার বিরুদ্ধে করা আরও একটি মামলায় জামিন দেওয়া হয়।
আদালতের পাবলিক প্রসিকিউটর ইসমাইল হোসেন বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
এর আগে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় দায়ের করা মামলায় নির্ধারিত দিনে হাজির না হওয়ায় গতকাল বুধবার রাতে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হাই, শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম ও সারুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ১০ ডিসেম্বর ঝিনাইদহ-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী সংসদ সদস্য আব্দুল হাই এর সমর্থকেরা ভাটই বাজারে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়। একই মাসের ১২ তারিখে সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ী বাজারে স্বতন্ত্র প্রার্থীর এজেন্টদের উদ্দেশ্যে উসকানিমূলক বক্তব্য প্রদান করেন শৈলকুপা উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম ও সারুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুনসহ তার কর্মী-সমর্থকেরা।
এটা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। তাই নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক এই তিনজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয় আদালতে। সেই মামলার শুনানির নির্ধারিত দিন তারা হাজির হননি। ফলে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
এ বিষয়ে শৈলকুপা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হাকিম আজকের পত্রিকাকে বলেন, ‘আইনের প্রতি শ্রদ্ধা রেখে যথাযথ আইনি প্রক্রিয়াতেই আমরা জামিন পেয়েছি।’
আসামিপক্ষের আইনজীবী শামসুজ্জামান তুহিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমার মক্কেলদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছিল। আদালতে তা উপস্থাপন করার পর বিজ্ঞ আদালত তাদের জামিন মঞ্জুর করেছেন।’
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মামলায় ঝিনাইদহ-১ আসনের এমপি ও নৌকার প্রার্থী আব্দুল হাইকে জামিন দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার সকালে তিনি অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বৈজয়ন্ত বিশ্বাসের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন। একই সময় তার বিরুদ্ধে করা আরও একটি মামলায় জামিন দেওয়া হয়।
আদালতের পাবলিক প্রসিকিউটর ইসমাইল হোসেন বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
এর আগে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় দায়ের করা মামলায় নির্ধারিত দিনে হাজির না হওয়ায় গতকাল বুধবার রাতে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হাই, শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম ও সারুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ১০ ডিসেম্বর ঝিনাইদহ-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী সংসদ সদস্য আব্দুল হাই এর সমর্থকেরা ভাটই বাজারে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়। একই মাসের ১২ তারিখে সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ী বাজারে স্বতন্ত্র প্রার্থীর এজেন্টদের উদ্দেশ্যে উসকানিমূলক বক্তব্য প্রদান করেন শৈলকুপা উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম ও সারুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুনসহ তার কর্মী-সমর্থকেরা।
এটা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। তাই নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক এই তিনজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয় আদালতে। সেই মামলার শুনানির নির্ধারিত দিন তারা হাজির হননি। ফলে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
এ বিষয়ে শৈলকুপা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হাকিম আজকের পত্রিকাকে বলেন, ‘আইনের প্রতি শ্রদ্ধা রেখে যথাযথ আইনি প্রক্রিয়াতেই আমরা জামিন পেয়েছি।’
আসামিপক্ষের আইনজীবী শামসুজ্জামান তুহিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমার মক্কেলদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছিল। আদালতে তা উপস্থাপন করার পর বিজ্ঞ আদালত তাদের জামিন মঞ্জুর করেছেন।’
রাজধানী ঢাকাতে ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে আবারও রাস্তা অবরোধ করেছেন চালকেরা। রাজধানীর আগারগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন তাঁরা। ফলে প্রায় তিন ঘণ্টা ধরে আগারগাঁও সড়ক দিয়ে যানচলাচল বন্ধ রয়েছে।
১ মিনিট আগেমৌলভীবাজারের বড়লেখায় ছেলের কুড়ালের আঘাতে মামুন মিয়া (৬১) নামে একজন প্রাণ হারিয়েছেন। গতকাল রোববার রাত ১০টার দিকে দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের কলাজুরা গ্রামে এ ঘটনা ঘটে। এরপর নিহতের ছেলে নোমান হোসেন (৩০) পালিয়ে যান। বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাইয়ূম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
৪ মিনিট আগেগাজীপুরের টঙ্গীতে সেপটিক ট্যাংক বিস্ফোরণে এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত দশটার দিকে টঙ্গীর আউচপাড়ার মোল্লাবাড়ী সড়কের একটি চারতলা বাড়িতে এ ঘটনা ঘটে । এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে আশপাশের বাড়িগুলোর বাসিন্দাদের মধ্যে।
২১ মিনিট আগেগাজীপুর মহানগরীর কাশিমপুর থানার চক্রবর্তী এলাকায় আজ সোমবার আবারও চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করেছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা। এক মাসের বকেয়া বেতনের দাবিতে ৭ দিন চন্দ্রা -নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের পর রোববারে বেতন দেওয়া হবে এমন আশ্বাসে শ্রমিকেরা গত বৃহস্পতিবার রাতে অবরোধ তুলে ন
১ ঘণ্টা আগে