ঝিনাইদহে এখনো নতুন বই পায়নি প্রাথমিকের অনেক শিক্ষার্থী

আব্দুল্লাহ আল মাসুদ, ঝিনাইদহ
প্রকাশ : ১৫ মার্চ ২০২২, ২১: ৪৫

শিক্ষাবর্ষের আড়াই মাস সময় হয়ে গেলেও পায়নি ঝিনাইদহের প্রাথমিক বিদ্যালয়গুলোতে বহু শিক্ষার্থীই সিলেবাসের সব কটি বই পায়নি। যেখানে বহুদিন পর আজ মঙ্গলবার থেকে প্রাথমিক ও প্রাক প্রাথমিকে পুরো দমে শুরু হয়েছে। অথচ বহু শিক্ষার্থীর হাতে আছে দু-একটি বই। 

খোঁজ নিয়ে জানা গেছে, এমন চিত্র জেলার সব প্রাথমিক বিদ্যালয়ে। স্কুলগুলোতে ৩ য়,৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে এ সংকট রয়েছে। তবে ১ম ও ২য় শ্রেণির শিক্ষার্থীরা সিলেবাসের সব নতুন বই পেয়েছে। 

শহরের স্কুলগুলোতে সংকট কিছুটা কম। গ্রামের স্কুলে সমস্যা প্রকট। বিভিন্ন স্কুল ঘুরে জানা যায়,৩য় ও ৪র্থ শ্রেণির শিক্ষার্থীরা দুটি করে নতুন বই পেয়েছে। আর ৫ম শ্রেণির শিক্ষার্থীরা পেয়েছে মাত্র একটি। অল্পসংখ্যক শিক্ষার্থী এর মধ্যে পুরোনো বই জোগাড় করতে পেরেছে। 

জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় প্রাথমিকে ১ হাজার ৪৫৯টি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে শিক্ষার্থী ২ লাখ ১৪ হাজার ৬৪৫ জন। এর মধ্যে ১ম ও ২য় শ্রেণির শিক্ষার্থীরা সব বিষয়ে নতুন বই পেয়েছে। কিন্তু ৩য় শ্রেণির ৪৩ হাজার ৮৪৫ জন শিক্ষার্থীর মধ্যে ১৪ হাজার ৬১৫ শিক্ষার্থী দুটি করে নতুন বই পেয়েছে। আর ৪র্থ শ্রেণির ৪১ হাজার ৯২৩ শিক্ষার্থীর মধ্যে ১৩ হাজার ৯৭২ জন পেয়েছে নতুন দুটি করে বই। ৫ম শ্রেণির ৩৫ হাজার ৭৬২ জন শিক্ষার্থীর মধ্যে মাত্র ৫ হাজার ৯৭০ জন শিক্ষার্থী পেয়েছে মাত্র একটি করে নতুন বই। সেটি বাংলা। 

জানা গেছে,৩ য়, ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে পুরোনো বই সংগ্রহ করে পূর্ণাঙ্গ সিলেবাসের ছয়টি বই জোগাড় করতে পেরেছে মাত্র ৩০ ভাগ শিক্ষার্থী। প্রথম দিকে ৩য় ও ৪র্থ শ্রেণিতে চাহিদার তুলনায় অল্পসংখ্যক বই আসায় শিক্ষকেরা শিক্ষার্থীদের মধ্যে দুটি করে বিভিন্ন বিষয়ের বই ভাগ করে দেন। 

যদিও শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলমের দাবি,৩য় ও ৪র্থ শ্রেণির শিক্ষার্থীরা চারটি করেই নতুন বই পেয়েছে। আর ৫ম শ্রেণির শিক্ষার্থীরা তিনটি বিষয়ের নতুন বই পায়নি। আর জেলায় মোট বইয়ের চাহিদা ছিল ১০ লাখ ৮ হাজার ৫৩১ টি, বিপরীতে পাওয়া গেছে ৬ লাখ ৫৫ হাজার বই। 

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী লামিয়া রহমান বলে, ‘আমি স্কুল থেকে গিয়ে বাড়িতে বাংলা ছাড়া অন্য কোনো বই পড়তে পারি না। স্কুলে ম্যাডামেরা পড়ালেও বাড়িতে গিয়ে পড়তে না পারায় ইংরেজি, গণিতসহ অন্যান্য বিষয় ভালো মনে থাকে না।’ 

করোতিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল বলে, ‘স্কুল থেকে একটি বই দিয়েছেন স্যারেরা। তাই বাড়িতে অন্য বিষয় পড়তে পারি না। শুধু স্কুলে এসে সহপাঠীদের বই নিয়ে পড়তে হয়। বন্ধুরা অনেক সময় বই দিতে চায় না।’ 

৪র্থ শ্রেণির ছাত্রী অনন্যা বিশ্বাস বলে, ‘নতুন ক্লাসে উঠেছি। নতুন বই পড়ব। কিন্তু এখন পুরোনো ছেঁড়া, দাগানো বই পড়তে ভালো লাগে না।’ 
 
বই না পাওয়ায় চিন্তিত অভিভাবকেরাও। সরকারি বালিকা বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থীর অভিভাবক নাদিরা খাতুন বৃষ্টি বলেন, ‘আমার মেয়ে সম্প্রতি দুইটা বই পেয়েছে। তারা বই না পাওয়ায় বাসায় ঠিকমতো পড়াতে পারি না। কারণ তারা লিখবে ও পড়বে। কিন্তু যদি পড়তেই না পারে তাহলে লিখবে কী করে!’ 

স্কুলে একজনের বই দুতিন জনে মিলে পড়তে হচ্ছে শিশুদের।আরেক অভিভাবক তরিকুল ইসলাম বলেন, ‘বছরের প্রথম দিনে বই দেওয়ার কথা। কিন্তু আজও পূর্ণ বই পেল না তারা। তাহলে বছরের প্রথম দিনে বই দেওয়ার কথা বলে ছাত্রছাত্রীদের আশ্বাস দেওয়ার কী দরকার?’ 

করোনার মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এমনিতেই শিশুদের লেখাপড়ায় অনেক ক্ষতি হয়ে গেছে। এখন আবার তারা বই পাচ্ছে না। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে প্রাথমিকের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। এমন মন্তব্য করেন লাউদিয়া এলাকার অভিভাবক নাসিমা খাতুন। 

এ ব্যাপারে জানতে চাইলে ঝিনাইদহ সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক লক্ষ্মী রানী পোদ্দার বলেন, ‘আমাদের প্রাথমিকের তিনটি শ্রেণি রয়েছে। এই শিক্ষার্থীরা নতুন বই না পাওয়ায় লেখাপড়ার তো অবশ্যই ক্ষতি হচ্ছে। আমরাও ঠিকমতো পাঠদান করতে পারি না। তাদের নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়। প্রায় প্রতিদিনই তারা বলতেই থাকে, বই দিবেন কবে, বই দিবেন কবে।’ 
 
বছরের শুরুর দিনে নতুন বই দেওয়ার কথা থাকলেও হাতে বই না আসেনি জানিয়ে লাউদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা পর্শিয়া খানম বলেন, ‘কিছু পুরোনো বই ম্যানেজ করে পাঠদান চালাচ্ছি। পুরোনো বই এর আগে বেশ কয়েক বছর দরকার পড়েনি। আবার গ্রামের স্কুলের শিক্ষার্থীরা বই ঠিকমতো রাখেনি। তাই পুরোনো বইও সব ম্যানেজ করা যায়নি।’ 

বই সংকটের কারণে শিক্ষার্থীদের মধ্যে দু-একটি করে ভাগ করে দেওয়া হয়েছে বলে জানান করোতি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জাবের হোসেন। তিনি বলেন, ‘শিক্ষার্থীর তুলনায় ৩য় ও ৪র্থ শ্রেণিতে যে বই পেয়েছিলাম তা অনেক কম। তাই সবগুলো বই দুটি করে ভাগ ভাগ করে শিক্ষার্থীদের দিয়েছি।’ 
 
এতদিনেও বই না আসার বিষয়ে জানতে চাইলে ঝিনাইদহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, ‘সব শিক্ষার্থীকে বই দেওয়া হয়েছে। দু-একটি বিষয়ে বই দিতে পারিনি।’ তবে স্কুল খুলে যাওয়ায় শিক্ষা কার্যক্রমে কোনো সমস্যা হয়নি বলে মনে করেন তিনি। 

কবে নাগাদ এ সংকট দূর হবে জানতে চাইলে জেলা প্রশাসক মনিরা বেগম বলেন, ‘অধিদপ্তরে যোগাযোগ করে জানতে পেরেছি, প্রিন্টিং কার্যক্রমের দায়িত্বরতদের অভ্যন্তরীণ সমস্যার কারণে প্রাথমিকে বই ছাপানোতে কিছু সমস্যা হয়েছে। অতি দ্রুতই বই পেয়ে যাব এবং শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত