কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার পানি সরবরাহ লাইনের পাইপ ফেটে কয়েক দিন যাবৎ অপচয় হচ্ছে পানি। কিন্তু পৌর কর্তৃপক্ষ এখনো কোনো ব্যবস্থা নেননি। ফলে পানির সংকটের সম্ভাবনা দেখছে পৌরবাসী। পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর গোরস্থান সড়ক ও উপজেলা পরিষদ সড়কের দুটি স্থানে সরবরাহ লাইনের পাইপ ফেটে পানি বের হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর গোরস্থান সড়ক ও উপজেলা পরিষদ সড়কের দুটি স্থানে সরবরাহ লাইনের পাইপ ফেটে পানি বের হচ্ছে। সেই পানিতে শিশুরা খেলা করছে। এভাবে পানি বের হতে থাকলে পানির সংকট দেখা দিতে পারে বলে মনে করছেন পৌরবাসী।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পৌরবাসী বলেন, প্রায় চার পাঁচ দিন ধরে এভাবে পাইপ ফেটে পানি বের হচ্ছে, কিন্তু পৌর কর্তৃপক্ষের কোনো খোঁজ নেই। সেখানে শিশুরা খেলা করছে। একটি বিদ্যুতের খুঁটির গোড়া থেকেও পানি বের হচ্ছে। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। শুষ্ক মৌসুমে এমনিতেই পানির সংকট থাকে। আর এভাবে পানি বের হলে আরও বেশি সংকট দেখা যাবে। দ্রুত সমস্যার সমাধান হওয়া দরকার।
এ বিষয়ে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. শাহীনুর রহমান শাহীন বলেন, ‘পাইপ ফেটে পানি বের হওয়ার খবর শুনেছি। ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
এ বিষয়ে আরও জানতে কুমারখালী পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুণকে মোবাইল ফোনে কল দেওয়া হয়। কিন্তু তিনি কল রিসিভ না করায় তাঁর মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার পানি সরবরাহ লাইনের পাইপ ফেটে কয়েক দিন যাবৎ অপচয় হচ্ছে পানি। কিন্তু পৌর কর্তৃপক্ষ এখনো কোনো ব্যবস্থা নেননি। ফলে পানির সংকটের সম্ভাবনা দেখছে পৌরবাসী। পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর গোরস্থান সড়ক ও উপজেলা পরিষদ সড়কের দুটি স্থানে সরবরাহ লাইনের পাইপ ফেটে পানি বের হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর গোরস্থান সড়ক ও উপজেলা পরিষদ সড়কের দুটি স্থানে সরবরাহ লাইনের পাইপ ফেটে পানি বের হচ্ছে। সেই পানিতে শিশুরা খেলা করছে। এভাবে পানি বের হতে থাকলে পানির সংকট দেখা দিতে পারে বলে মনে করছেন পৌরবাসী।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পৌরবাসী বলেন, প্রায় চার পাঁচ দিন ধরে এভাবে পাইপ ফেটে পানি বের হচ্ছে, কিন্তু পৌর কর্তৃপক্ষের কোনো খোঁজ নেই। সেখানে শিশুরা খেলা করছে। একটি বিদ্যুতের খুঁটির গোড়া থেকেও পানি বের হচ্ছে। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। শুষ্ক মৌসুমে এমনিতেই পানির সংকট থাকে। আর এভাবে পানি বের হলে আরও বেশি সংকট দেখা যাবে। দ্রুত সমস্যার সমাধান হওয়া দরকার।
এ বিষয়ে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. শাহীনুর রহমান শাহীন বলেন, ‘পাইপ ফেটে পানি বের হওয়ার খবর শুনেছি। ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
এ বিষয়ে আরও জানতে কুমারখালী পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুণকে মোবাইল ফোনে কল দেওয়া হয়। কিন্তু তিনি কল রিসিভ না করায় তাঁর মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
৬ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
৬ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
৬ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
৭ ঘণ্টা আগে