Ajker Patrika

খুলনা সিটি নির্বাচনে ভোট গ্রহণ শুরু

নিজস্ব প্রতিবেদক, খুলনা থেকে 
আপডেট : ১২ জুন ২০২৩, ০৮: ৪১
খুলনা সিটি নির্বাচনে ভোট গ্রহণ শুরু

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে শুরু হয়েছে ভোট গ্রহণ। আজ সোমবার সকাল ৮টায় নগরীর ২৮৯টি কেন্দ্রে ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট কার্যক্রম শুরু হয়েছে। নিরবচ্ছিন্নভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

কেসিসি নির্বাচনে ২৮৯টি কেন্দ্র রয়েছে। প্রায় ৩ হাজারটি ইভিএমে ভোট হবে। সবগুলো কেন্দ্রে মোট ২ হাজার ৩১০ সিসি ক্যামেরা লাগানো হয়েছে। ৩১টি ওয়ার্ড এবং ৫ লক্ষ ৩৫ হাজার ৫২৯ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ৬৮ হাজার ৮৩৩ জন এবং নারী ভোটার ২ লক্ষ ৬৬ হাজার ৬৯৬ জন।

কেসিসি নির্বাচনে এবার মেয়র পদে প্রার্থী হয়েছেন পাঁচজন। প্রার্থীরা সবাই ভোটের শুরুতেই নিজ নিজ কেন্দ্রে ভোট দেবেন। মেয়রপ্রার্থীরা হচ্ছেন-আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক (নৌকা), জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু (লাঙল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল আউয়াল (হাতপাখা), স্বতন্ত্রপ্রার্থী এসএম শফিকুর রহমান মুশফিক (দেয়াল ঘড়ি) ও জাকের পার্টির এস এম সাব্বির হোসেন (গোলাপ ফুল)।

মেয়রপ্রার্থী তালুকদার আব্দুল খালেক নগরীর পাইওনিয়ার বালিকা বিদ্যালয়ে ভোট দেবেন। শফিকুল ইসলাম মধু ভোট দেবেন সোনাডাঙ্গা কলেজিয়েট স্কুলে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল আউয়াল বানিয়াখামার দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় ভোট দেবেন। খুলনা আলিয়া মাদ্রাসা কেন্দ্রে ভোট দেবেন শফিকুর রহমান মুশফিক। এছাড়া এস এম সাব্বির হোসেন ভোট দেবেন মতিয়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

নির্বাচনে সংরক্ষিত আসনে ৩৯ নারী প্রার্থীসহ সাধারণ ওয়ার্ডে ১৭৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে বিএনপি থেকে বহিষ্কৃত ৯ ও জামায়াতে ইসলামীর ৫ প্রার্থী ছাড়া আওয়ামী লীগের ১৬১ প্রার্থী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত