বেনাপোল (যশোর) প্রতিনিধি
বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালে বেনাপোল স্থলবন্দর থেকে বন্ধ রয়েছে সব ধরনের বাস চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন ভারতফেরত পাসপোর্টধারীরা। তবে যানবাহন চলাচল বন্ধ থাকলেও স্বাভাবিক রয়েছে বন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য।
আজ রোববার সকাল থেকে কোনো বাস ছাড়েনি বেনাপোল বন্দর থেকে।
ভারতফেরত পাসপোর্টযাত্রী রহিম জানান, তিনি চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। আজ সকালে দেশে ফিরে দেখেন বিএনপির ডাকা হরতালের কারণে বেনাপোল বন্দর থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়ছে না। এতে পরিবার নিয়ে আটকা পড়ে দুর্ভোগ পোহাচ্ছেন।
ব্যবসায়ী আব্বাস হোসেন জানান, জরুরি কাজে ঢাকায় যাওয়া দরকার। হরতাল করে রাস্তাঘাট, যানবাহন বন্ধ করে মানুষের দুর্ভোগ না বাড়িয়ে বিরোধী দলকে বিকল্প পথে দাবি আদায়ের অনুরোধ জানান তিনি।
বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাবেক সহসভাপতি কামাল হোসেন বলেন, হরতালে বাস চলাচল বন্ধ থাকলেও বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য স্বাভাবিক রয়েছে।
বেনাপোলে এক পরিবহন কাউন্টারের ব্যবস্থাপক শহিদুল ইসলাম জানান, হরতালের কারণে কোনো বাস আপাতত ছাড়া হচ্ছে না। পরে কর্তৃপক্ষের নির্দেশ পেলে ছাড়া হবে। ভারতফেরত যাত্রীরা বর্তমানে কাউন্টারে অপেক্ষা করছেন।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া বলেন, হরতালের সমর্থনে বেনাপোল বন্দরে রাস্তায় কাউকে নামতে দেখা যায়নি। নাশকতা এড়াতে শহরের বিভিন্ন মোড়ে পুলিশের টহল জোরদার রয়েছে।
বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) রেজাউল করিম বলেন, হরতালের মধ্যেও বেনাপোল বন্দরে দিয়ে আমদানি-রপ্তানি সচল আছে। নাশকতামূলক কর্মকাণ্ড এড়াতে বন্দরে নিরাপত্তাব্যবস্থা জোরদার রাখা হয়েছে।
বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালে বেনাপোল স্থলবন্দর থেকে বন্ধ রয়েছে সব ধরনের বাস চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন ভারতফেরত পাসপোর্টধারীরা। তবে যানবাহন চলাচল বন্ধ থাকলেও স্বাভাবিক রয়েছে বন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য।
আজ রোববার সকাল থেকে কোনো বাস ছাড়েনি বেনাপোল বন্দর থেকে।
ভারতফেরত পাসপোর্টযাত্রী রহিম জানান, তিনি চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। আজ সকালে দেশে ফিরে দেখেন বিএনপির ডাকা হরতালের কারণে বেনাপোল বন্দর থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়ছে না। এতে পরিবার নিয়ে আটকা পড়ে দুর্ভোগ পোহাচ্ছেন।
ব্যবসায়ী আব্বাস হোসেন জানান, জরুরি কাজে ঢাকায় যাওয়া দরকার। হরতাল করে রাস্তাঘাট, যানবাহন বন্ধ করে মানুষের দুর্ভোগ না বাড়িয়ে বিরোধী দলকে বিকল্প পথে দাবি আদায়ের অনুরোধ জানান তিনি।
বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাবেক সহসভাপতি কামাল হোসেন বলেন, হরতালে বাস চলাচল বন্ধ থাকলেও বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য স্বাভাবিক রয়েছে।
বেনাপোলে এক পরিবহন কাউন্টারের ব্যবস্থাপক শহিদুল ইসলাম জানান, হরতালের কারণে কোনো বাস আপাতত ছাড়া হচ্ছে না। পরে কর্তৃপক্ষের নির্দেশ পেলে ছাড়া হবে। ভারতফেরত যাত্রীরা বর্তমানে কাউন্টারে অপেক্ষা করছেন।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া বলেন, হরতালের সমর্থনে বেনাপোল বন্দরে রাস্তায় কাউকে নামতে দেখা যায়নি। নাশকতা এড়াতে শহরের বিভিন্ন মোড়ে পুলিশের টহল জোরদার রয়েছে।
বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) রেজাউল করিম বলেন, হরতালের মধ্যেও বেনাপোল বন্দরে দিয়ে আমদানি-রপ্তানি সচল আছে। নাশকতামূলক কর্মকাণ্ড এড়াতে বন্দরে নিরাপত্তাব্যবস্থা জোরদার রাখা হয়েছে।
লক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগেবগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু ছালেককে হত্যায় মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় বগুড়া সদরের ঘোড়াধাপ বন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
১ ঘণ্টা আগেনেত্রকোনার কেন্দুয়ায় দুই সাংবাদিককে জিম্মি করে বেধড়ক মারধরের পর মুক্তিপণ আদায় করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গাজীপুরে এই ঘটনা ঘটে। পরে সেখানে সড়কের পাশে তাঁদের ফেলে রেখে যায়।
২ ঘণ্টা আগে