সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় গলায় ওড়না পেঁচিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। আজ রোববার দুপুরের দিকে সাতক্ষীরা শহরের কামালনগর এলাকায় এই ঘটনা ঘটে।
গৃহবধূর নাম—ইরানি আফরোজ তানু (২৭)। তিনি সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার হান্নান গাজীর মেয়ে। শহরের বড় বাজার এলাকায় একটি বিউটি পারলার রয়েছে তাঁর। তার দুটি সন্তান রয়েছে।
স্থানীয়রা বলছে, মাসখানেক আগে স্বামী আকমল হোসেনকে সঙ্গে নিয়ে ইরানি কামালনগর দক্ষিণপাড়ার তৌহিদুর রহমান বাবলুর বাড়ি ভাড়া নেন। তবে বিভিন্ন বিষয়ে স্বামীর সঙ্গে পারিবারিক কলহ লেগেই থাকত। একপর্যায়ে স্বামী বাসা থেকে চলে যান। রোববার দুপুরে নিজ ঘরে গলায় ওড়না প্যাঁচানো, ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া গেছে।
বাড়ির মালিক তৌহিদুর রহমান বাবলু বলেন, ‘ইরানির স্বামী আকমল হোসেনের সম্পর্কে বিস্তারিত কিছু জানি না। কিছুদিন হলো তিনি বাসায় আসছেন না। সম্ভবত বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন।’
তিনি আরও বলেন, ‘রোববার দুপুরে বাসায় একা থাকা অবস্থায় দরজা লাগিয়ে সিলিং ফ্যানে ইরানি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। স্থানীয়রা বুঝতে পেরে পুলিশকে খবর দেয়। পরে সদর থানা-পুলিশ ঘটনাস্থলে এসে তাঁর মরদেহ উদ্ধার করেছে।’
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’
সাতক্ষীরায় গলায় ওড়না পেঁচিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। আজ রোববার দুপুরের দিকে সাতক্ষীরা শহরের কামালনগর এলাকায় এই ঘটনা ঘটে।
গৃহবধূর নাম—ইরানি আফরোজ তানু (২৭)। তিনি সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার হান্নান গাজীর মেয়ে। শহরের বড় বাজার এলাকায় একটি বিউটি পারলার রয়েছে তাঁর। তার দুটি সন্তান রয়েছে।
স্থানীয়রা বলছে, মাসখানেক আগে স্বামী আকমল হোসেনকে সঙ্গে নিয়ে ইরানি কামালনগর দক্ষিণপাড়ার তৌহিদুর রহমান বাবলুর বাড়ি ভাড়া নেন। তবে বিভিন্ন বিষয়ে স্বামীর সঙ্গে পারিবারিক কলহ লেগেই থাকত। একপর্যায়ে স্বামী বাসা থেকে চলে যান। রোববার দুপুরে নিজ ঘরে গলায় ওড়না প্যাঁচানো, ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া গেছে।
বাড়ির মালিক তৌহিদুর রহমান বাবলু বলেন, ‘ইরানির স্বামী আকমল হোসেনের সম্পর্কে বিস্তারিত কিছু জানি না। কিছুদিন হলো তিনি বাসায় আসছেন না। সম্ভবত বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন।’
তিনি আরও বলেন, ‘রোববার দুপুরে বাসায় একা থাকা অবস্থায় দরজা লাগিয়ে সিলিং ফ্যানে ইরানি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। স্থানীয়রা বুঝতে পেরে পুলিশকে খবর দেয়। পরে সদর থানা-পুলিশ ঘটনাস্থলে এসে তাঁর মরদেহ উদ্ধার করেছে।’
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’
চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর ‘বহিরাগত সন্ত্রাসীদের’ হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার সকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করেন।
৭ মিনিট আগেটেকনাফে বড়শিতে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি কোরাল মাছ। আজ রোববার উপজেলার শাহপরীর দ্বীপ জেটিতে মোজাম্মেল হক নামে এক জেলের বড়শিতে কোরালটি ধরা পড়ে। খবর পেয়ে কোরাল মাছটি দেখার জন্য স্থানীয় লোকজন জেটিতে ভিড় করেন।
১৬ মিনিট আগেভাঙারির দোকানে বিক্রি করে দেওয়া মুক্তিযোদ্ধার ভাস্কর্য দুটি ফিরিয়ে নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যাপক আমিরুল মোমেনিন জোসি। তাঁর অনুরোধে ভাঙারি ব্যবসায়ী মো. খোকন আজ রোববার সকালে ভাস্কর্য দুটি এই অধ্যাপকের ল্যাবে দিয়ে এসেছেন।
১৮ মিনিট আগেরাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভকারীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ব্যবহার করেছেন তারা। এতে কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছেন।
২১ মিনিট আগে