নড়াইলে দুপক্ষের সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে কৃষক নিহত

নড়াইল প্রতিনিধি 
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ০৯: ৩২
আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ০৯: ৫৫
প্রতীকী ছবি

নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে সুলতান মোল্যা (৬৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সুলতান চাঁদপুর গ্রামের আলেক মোল্যার ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, উপজেলার চাঁদপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় ইউপি সদস্য জামাল হোসেন ও শরিফুল ইসলামের লোকজনের মধ্যে উত্তেজনা চলে আসছিল। সোমবার রাতে গ্রামের মধ্যপাড়ায় দুই গ্রপের লোকজনের মধ্যে সংঘর্ষ হলে শরিফুল গ্রপের সমর্থক সুলতান মোল্যাকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে প্রতিপক্ষের লোক কোপ দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় উভয় গ্রুপের পাঁচ-ছয়জন আহত হয়েছেন। হত্যাকাণ্ডের জেরে জামাল গ্রপের চার-পাঁচটি বাড়ি ভাঙচুর, ৯-১০টি গরু, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে প্রতিপক্ষরা। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা ও থমথমে অবস্থা বিরাজ করছে।

ইউপি সদস্য জামাল হোসেন ও তাঁর লোকজন পলাতক থাকায় এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

কালিয়া থানার ওসি রাশেদুল বলেন, সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত