Ajker Patrika

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত 

খুলনা প্রতিনিধি
খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত 

খুলনায় দুর্বৃত্তের গুলিতে এক যুবক নিহত হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় নগরীর দক্ষিণ টুটপাড়া জনকল্যাণ স্কুলের পার্শ্ববর্তী রূপসা গরুরহাট কবরস্থানের পাশে তাঁকে গুলি করে হত্যা করা হয়। 

নিহত রনি সরদার (২৪) নগরীর টুটপাড়া এলাকার মৃত আব্দুর রব সরদারের ছেলে। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম রনির নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেন। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানায়, আজ সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে একদল দুর্বৃত্ত রনির ডান কানের নিচে গুলি করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সোয়া ৭টার দিকে তাঁর মৃত্যু হয়। 

স্থানীয়রা জানান, নিহত রনি একজন চিহ্নিত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। 

এ ব্যাপারে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামালা হোসেন খান বলেন, রনি নগরীর টুটপাড়া ও নদীর ওপার রূপসার রেললাইনের কাছে থাকতেন। তাঁর বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। 

কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার তাজুল ইসলাম বলেন, ‘হত্যাকাণ্ডের বিষয়ে সব তথ্য আমরা পেয়েছি। তবে এখনই সবকিছু বলা যাচ্ছে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত