Ajker Patrika

ঝিনাইদহে ইজিবাইকে ট্রাক্টরের ধাক্কা, নিহত ২

ঝিনাইদহ প্রতিনিধি 
দুর্ঘটনার স্থান থেকে লাশ উদ্ধার করা হয়। ছবি: আজকের পত্রিকা
দুর্ঘটনার স্থান থেকে লাশ উদ্ধার করা হয়। ছবি: আজকের পত্রিকা

ঝিনাইদহের কালীগঞ্জে ইজিবাইকে ট্রাক্টরের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা ৩টার দিকে মল্লিকনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ইজিবাইকের যাত্রী মৌসুমী আক্তার (৩৪)। তিনি কালীগঞ্জ উপজেলার বনখির্দ্দা গ্রামের মোস্তফা আলীর মেয়ে। অপরজন হলেন চালক ফিরোজ হোসেন (২৫)। তিনি একই গ্রামের হাসেম আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চাপরাইল বাজার থেকে ইজিবাইকে করে কালীগঞ্জ শহরে যাওয়ার পথে মল্লিকনগর এলাকায় মোবারকগঞ্জ চিনিকলের আখবাহী একটি ট্রাক্টর ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে যাত্রীরা রাস্তায় ছিটকে পড়েন। ঘটনাস্থলেই মৌসুমী আক্তারের মৃত্যু হয়। গুরুতর আহত চালক ফিরোজ হোসেনকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাসুদ রানা জানান, মৌসুমী আক্তার ঘটনাস্থলেই প্রাণ হারান।

বারোবাজার হাইওয়ে থানার ওসি মহসিন হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৌসুমী আক্তারের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ফিরোজের মরদেহ যশোর হাসপাতালে রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত