Ajker Patrika

দৌলতপুরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 
আপডেট : ০৫ জুলাই ২০২৪, ১২: ৪৭
দৌলতপুরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩

কুষ্টিয়ার দৌলতপুরে চোর সন্দেহে আরিফুল ইসলাম বুশ (৩০) নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবারের ওই ঘটনায় থানায় মামলা হলে গতকাল বৃহস্পতিবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন মহিষকুণ্ডি পূর্বপাড়া এলাকার গোলাম আলী ড্রাইভার (৫০), তাঁর ভাগনে মিঠুন আলী (৩০) ও লাল মহম্মদ (৫৭)।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) মনির হোসেন এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত বুধবার রাতে চোর সন্দেহে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুণ্ডি পূর্বপাড়া এলাকার বাড়ি থেকে বুশকে ডেকে নিয়ে কয়েক দফা মারধর করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাঁর মৃত্যু হয়। আরিফুল ইসলাম বুশ ওই এলাকার গোলাম মস্তফার ছেলে। এর আগে মঙ্গলবার রাতে গোলাম আলী ড্রাইভারের বাড়ি থেকে একটি সাইকেল চুরি হয়।

হত্যার ঘটনায় বুশের ভাই আশরাফুল ইসলাম বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার রাতে দৌলতপুর থানায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও পাঁচ-ছয়জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন। পরে রাতেই অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, চুরির অভিযোগে আরিফুল ইসলাম নামের একজনকে পিটিয়ে হত্যার ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে মামলা হয়েছে। পরে রাতেই অভিযান চালিয়ে মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি আসামিদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

থানায় থানায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের তালিকা হচ্ছে

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত