Ajker Patrika

শরণখোলায় এক সপ্তাহে ৩ শতাধিক ব্যক্তি ডায়রিয়ায় আক্রান্ত

  • হাসপাতালে শয্যার তুলনায় রোগী বেশি হওয়ায় বারান্দায় বিছানা পেতে চিকিৎসা নিচ্ছে অনেকে।
  • তাপমাত্রা বৃদ্ধি, পানি সংকট, ইফতারে ভাজাপোড়া খেয়ে গ্রামাঞ্চলের মানুষজন ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে।
  • বহির্বিভাগে ভর্তির দ্বিগুণ রোগী চিকিৎসা ও ব্যবস্থাপত্র নিয়েছে।
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ২১ মার্চ ২০২৫, ২০: ৫৬
বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়ায় আক্রান্ত রোগীরা। ছবিটি আজ শুক্রবার তোলা। আজকের পত্রিকা
বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়ায় আক্রান্ত রোগীরা। ছবিটি আজ শুক্রবার তোলা। আজকের পত্রিকা

বাগেরহাটের শরণখোলা উপজেলায় ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত এক সপ্তাহে ডায়রিয়ায় আক্রান্ত তিন শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী সামলাতে চিকিৎসকেরা হিমশিম খাচ্ছেন। প্রতিদিন ২০-২৫ জন ডায়রিয়া রোগী হাসপাতালে আসছে।

চিকিৎসক ও রোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক সপ্তাহ ধরে তাপমাত্রা বৃদ্ধি, পানি সংকট, ইফতারে ভাজাপোড়া ও তরমুজ খেয়ে মানুষজন ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। স্থানীয়ভাবে অনেক রোগী চিকিৎসা নিয়েছে। অবস্থার অবনতি হলেই তারা হাসপাতালে ভর্তি হচ্ছে। হাসপাতালে শয্যাসংকটে অনেক রোগী বারান্দায় বিছানা পেতে চিকিৎসা নিচ্ছে।

আজ শুক্রবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ৩০ জন রোগী চিকিৎসা নিচ্ছে। অনেকে বারান্দায় বিছানা পেতে চিকিৎসা নেয়।

জরুরি বিভাগের চিকিৎসক উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোরশেদা আক্তার সুমী জানান, শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত ১০ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। বহির্বিভাগে চিকিৎসা নিয়েছে ১৫-১৬ জন রোগী। রোগী সামলাতে তাঁদের হিমশিম খেতে হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আশফাক হোসেন বলেন, হঠাৎ হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর চাপ বেড়েছে। গত এক সপ্তাহে তিন শতাধিক ডায়রিয়ায় আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ে হাসপাতালের বহির্বিভাগে ভর্তির দ্বিগুণ রোগী চিকিৎসা ও ব্যবস্থাপত্র নিয়েছে।

আশফাক হোসেন আরও বলেন, হঠাৎ গরম বেড়ে যাওয়া, গ্রামে খাওয়ার পানির সংকট, রমজানে তৈলাক্ত ভাজাপোড়া ও অপরিপক্ব তরমুজ খেয়ে মানুষজন ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। রোগীদের বেশির ভাগ বয়স্ক। হাসপাতালে চিকিৎসকের সংকটের কারণে রোগীদের চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত