যশোর প্রতিনিধি
আসছে ৬ নভেম্বর এইচএসসি ও সমমানের পরীক্ষা সামনে রেখে শিক্ষার্থীদের স্বার্থের বিষয় বিবেচনা করে কর্মসূচি দিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ বুধবার বেলা ১১টার দিকে যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেছেন, ‘যাঁরা গণতন্ত্র হত্যা করেছেন, তাঁরাই আজ মায়াকান্না করছেন। তাঁরা দেশকে অস্থিতিশীল করার হুমকি দিচ্ছেন। দেশের মানুষ শান্তি চায়, স্থিতিশীলতা চায়। তাঁরা জনগণের চাওয়ার ঠিক উল্টো করতে চান। তাঁরা মূলত অগ্নিসংযোগকারী, মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসকারী। তাঁদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। আর যে আন্দোলনের সঙ্গে জনগণের সম্পৃক্ততা নেই, সেটা কখনো গণ-আন্দোলনে রূপ নেয় না। সেই আন্দোলনে সরকার হটানো যায় না।’
দীপু মনি বলেন, ‘সরকার ক্ষমতায় এসে শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন করেছে। বিশ্বে শিক্ষার মান যে গতিতে পরিবর্তিত হচ্ছে, সেখানে আমাদের দেশে ছোটখাটো পরিবর্তন যথেষ্ট নয়। তাই এখন শিক্ষার মানোন্নয়ন করা হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার মান বৃদ্ধি, আইসিটি সেক্টর ব্যবহারের দিকে সরকার নজর দিয়েছে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির জন্যও কাজ করা হচ্ছে। সবার প্রচেষ্টায় শিক্ষাপ্রতিষ্ঠান আরও কীভাবে শৃঙ্খল করা যায়, সে বিষয়েও নানা পরিকল্পনা নেওয়া হচ্ছে। শুধু শিক্ষার্থীদের মানোন্নয়নের জন্য নয়, শিক্ষকদের জীবনমান উন্নয়নের জন্যও আমরা ভূমিকা রাখছি।’
বেসরকারি অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্ত করার বিষয়ে ডা. দীপু মনি বলেন, ‘এখনো অনেক শিক্ষক রয়েছেন যাঁরা এমপিওভুক্ত হননি। সেটি নিয়ে আমরা মন্ত্রণালয়ে কাজ করছি। কেননা, তাঁদের নিয়োগ প্রক্রিয়া নিয়েও নানা বিষয় রয়েছে। যাচাইবাছাই করে দ্রুত তাঁদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
কলেজ পরিদর্শনকালে শিক্ষামন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান, যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবীব, সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিকেলে যশোরের শার্শায় বাগ আঁচড়ায় ড. মশিউর রহমান মহিলা কলেজ ও বাঘারপাড়ার সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজে অনুষ্ঠিত সমাবেশে যোগ দেবেন ডা. দীপু মনি।
আসছে ৬ নভেম্বর এইচএসসি ও সমমানের পরীক্ষা সামনে রেখে শিক্ষার্থীদের স্বার্থের বিষয় বিবেচনা করে কর্মসূচি দিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ বুধবার বেলা ১১টার দিকে যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেছেন, ‘যাঁরা গণতন্ত্র হত্যা করেছেন, তাঁরাই আজ মায়াকান্না করছেন। তাঁরা দেশকে অস্থিতিশীল করার হুমকি দিচ্ছেন। দেশের মানুষ শান্তি চায়, স্থিতিশীলতা চায়। তাঁরা জনগণের চাওয়ার ঠিক উল্টো করতে চান। তাঁরা মূলত অগ্নিসংযোগকারী, মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসকারী। তাঁদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। আর যে আন্দোলনের সঙ্গে জনগণের সম্পৃক্ততা নেই, সেটা কখনো গণ-আন্দোলনে রূপ নেয় না। সেই আন্দোলনে সরকার হটানো যায় না।’
দীপু মনি বলেন, ‘সরকার ক্ষমতায় এসে শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন করেছে। বিশ্বে শিক্ষার মান যে গতিতে পরিবর্তিত হচ্ছে, সেখানে আমাদের দেশে ছোটখাটো পরিবর্তন যথেষ্ট নয়। তাই এখন শিক্ষার মানোন্নয়ন করা হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার মান বৃদ্ধি, আইসিটি সেক্টর ব্যবহারের দিকে সরকার নজর দিয়েছে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির জন্যও কাজ করা হচ্ছে। সবার প্রচেষ্টায় শিক্ষাপ্রতিষ্ঠান আরও কীভাবে শৃঙ্খল করা যায়, সে বিষয়েও নানা পরিকল্পনা নেওয়া হচ্ছে। শুধু শিক্ষার্থীদের মানোন্নয়নের জন্য নয়, শিক্ষকদের জীবনমান উন্নয়নের জন্যও আমরা ভূমিকা রাখছি।’
বেসরকারি অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্ত করার বিষয়ে ডা. দীপু মনি বলেন, ‘এখনো অনেক শিক্ষক রয়েছেন যাঁরা এমপিওভুক্ত হননি। সেটি নিয়ে আমরা মন্ত্রণালয়ে কাজ করছি। কেননা, তাঁদের নিয়োগ প্রক্রিয়া নিয়েও নানা বিষয় রয়েছে। যাচাইবাছাই করে দ্রুত তাঁদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
কলেজ পরিদর্শনকালে শিক্ষামন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান, যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবীব, সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিকেলে যশোরের শার্শায় বাগ আঁচড়ায় ড. মশিউর রহমান মহিলা কলেজ ও বাঘারপাড়ার সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজে অনুষ্ঠিত সমাবেশে যোগ দেবেন ডা. দীপু মনি।
চট্টগ্রামের সীতাকুণ্ডে বাসচাপায় মো. ফটিক ইসলাম (৩৫) নামে পথচারী এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বিষয়টি নিশ্চিত করেন।
১ ঘণ্টা আগেকক্সবাজারের চকরিয়া উপজেলায় অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সোয়া দশটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার উত্তর হারবাং এলাকার আজিজনগর নুরু চেয়ারম্যান ঘাট এলাকায় এ দুর্ঘটনায় ঘটে। নিহত দুজনের নাম-পরিচয় জানা যায়নি।
১ ঘণ্টা আগেরাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
৯ ঘণ্টা আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
৯ ঘণ্টা আগে