মাগুরায় ফ্রি ওয়াইফাই জোন নিয়ে কাজ করছি: সাকিব আল হাসান

মাগুরা প্রতিনিধি
Thumbnail image

মাগুরায় আজ বৃহস্পতিবার বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সময় মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসান বলেছেন, ‘মাগুরায় গুরুত্বপূর্ণ জায়গাতে ফ্রি ওয়াইফাই ইন্টারনেট সেবা দেওয়ার কাজ চলমান। কথা দিয়েছিলাম এটা করব। অন্তত স্বল্প পরিসরেও তা বাস্তবায়নের দিক ভাবছি।’ 

জাতীয় সংসদ নির্বাচনের আগে সাকিব আল হাসান এক ঘোষণায় জানিয়েছিলেন তিনি বিজয়ী হলে মাগুরায় ফ্রি ইন্টারনেট সেবা দেবেন। কবে নাগাদ সেই ইন্টারনেট সেবা চালু হবে জানতে চাইলে এ কথা বলেন তিনি। 
 
মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের শহীদ মিনার চত্বরে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। চলকে আগামী শনিবার পর্যন্ত। 

মেলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি, গণহত্যা জাদুঘর খুলনা, মহিলা পরিষদ, প্রথম আলো বন্ধুসভাসহ বিভিন্ন প্রকাশনাসহ মোট ১৩টি স্টল রয়েছে। প্রতিদিন বিকেল থেকে রাত অবধি সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। 
 
এর আগে সকালে ঐতিহাসিক ৭ই মার্চ উদ্‌যাপন উপলক্ষে মাগুরায় নোমানী ময়দানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন সাকিব আল হাসান ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য শ্রী বীরেন শিকদার। 
 
একই দিনে বিকেল চারটায় মাগুরা স্টেডিয়ামে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন করেন সাকিব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত