রামপাল বিদ্যুৎকেন্দ্র বন্ধের দাবিতে জনসমাবেশ

 মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৪, ২২: ১৯
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ২২: ২৬
নারিকেলতলায় পরিবেশ আন্দোলনকারীদের জনসমাবেশ। ছবি: আজকের পত্রিকা

রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রকে পশুর নদ ও সুন্দরবন বিনাশী আখ্যায়িত করে এটি বন্ধের দাবি জানিয়েছেন পরিবেশ আন্দোলনকারীরা। আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে বাগেরহাটের মোংলা উপজেলার নারিকেলতলায় এক জনসমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

অনুষ্ঠানের আয়োজন করে পরিবেশ নিয়ে কাজ করা সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা’ ও ‘পশুর রিভার ওয়াটারকিপার’। এতে পশুর রিভার ওয়াটারকিপার ও ‘সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী পরিবেশযোদ্ধা মো. নূর আলম শেখ সভাপতিত্ব করেন।

জনসমাবেশে বক্তারা বলেন, ভারতের স্বার্থে বনবিনাশী এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হয়েছে। অবিলম্বে এ প্রকল্প বাতিলসহ নিরাপদ পানি, বায়ু এবং টেকসই জীবিকার ব্যবস্থা করতে হবে। সুন্দরবনের প্রাণ পশুর নদ দূষণের ফলে মাছসহ জলজ প্রাণীর অস্তিত্ব হুমকির মুখে। ধরিত্রী বাঁচাতে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানির ওপর নির্ভরতার কোনো বিকল্প নেই। রামপাল বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে বিকল্প নবায়নযোগ্য সৌরব্যবস্থা চালুর আহ্বান জানান তাঁরা।

এ সময় বক্তব্য দেন আব্দুর রশিদ হাওলাদার, জেলে সমিতির সভাপতি বিদ্যুৎ মন্ডল, কমলা সরকার, ছবি হাজরা, শিখা হালদার, গফফার মোল্লা, ঢাংমারি ডলফিন সংরক্ষণ দলের টিম লিডার ইস্রাফিল বয়াতি, হাছিব সরদার প্রমুখ।

বক্তারা জানান, নদীতে ও সুন্দরবনে মৎস্যসম্পদ কমছে। জেলেরা কষ্টে জীবন অতিবাহিত করছেন। কাজেই জনস্বার্থে ও সুন্দরবন রক্ষায় অবিলম্বে রামপাল বিদ্যুৎকেন্দ্র বন্ধ করা উচিত। এটি চালু থাকলে যে পরিমাণ ক্ষতি হবে, তার চেয়ে কম ক্ষতি হবে এটি বন্ধ করে দিলে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত