চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার কোর্ট মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা হয়েছে। ওই মামলায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনসহ ৫৬ জনের নাম উল্লেখ ও ৫০-৬০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। গতকাল রোববার চুয়াডাঙ্গা পৌর এলাকার কোলনিপাড়ার শাহাবুদ্দীন আহম্মেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী মামলার বিষয়টি নিশ্চিত করেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চুয়াডাঙ্গার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী কোর্ট মোড় ও কাঠপট্টি এলাকায় জড়ো হয়ে শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করছিল। এ সময় দেশীয় অস্ত্র রাম দা, হাতকুড়াল, হকিস্টিক ও ককটেল দিয়ে ছাত্র-ছাত্রীদের ওপর হামলা চালানো হয়। রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের নির্দেশে অন্য আসামিরা নিরীহ ছাত্র-ছাত্রীদের ওপর এ হামলা করে। এ সময় ছাত্র-ছাত্রীদের এলোপাতাড়ি কুপিয়ে ও মারপিট করে গুরুতর জখম করা হয়।
অভিযোগে সাধারণ ছাত্র-ছাত্রীদের ওপর ককটেল বিস্ফোরণ করা হয় বলেও জানানো হয়।
ওই মামলার আসামিদের মধ্যে আছে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দার টোটন (৬০), জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনিক জোয়ার্দার (৩৫), সাবেক সাধারণ সম্পাদক মো. জানিফ (২৮), সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসাইন জ্যাকী (৩২), জেলা যুবলীগের সদস্য আলমগীর আজম খোকা (৪৫), শরিফ হোসেন দুলু (৪৫), যুবলীগ নেতা কামরুজ্জামান (চাঁদ) (৪০), স্বেচ্ছাসেবক লীগ নেতা তাপু (৩০), সাবেক পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু (২৭) প্রমুখ।
সদর থানার ওসি শেখ সেকেন্দার আলী বলেন, চুয়াডাঙ্গা পৌর এলাকার কলোনি পাড়ার মৃত খাজেম উদ্দীনের ছেলে শাহাবুদ্দীন আহম্মেদ বাদী হয়ে সদর থানায় একটি মামলাটি দায়ের করেছেন। ওই মামলায় মোট ৫৬ জনের নাম উল্লেখসহ ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী সদর থানার পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে।
চুয়াডাঙ্গার কোর্ট মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা হয়েছে। ওই মামলায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনসহ ৫৬ জনের নাম উল্লেখ ও ৫০-৬০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। গতকাল রোববার চুয়াডাঙ্গা পৌর এলাকার কোলনিপাড়ার শাহাবুদ্দীন আহম্মেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী মামলার বিষয়টি নিশ্চিত করেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চুয়াডাঙ্গার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী কোর্ট মোড় ও কাঠপট্টি এলাকায় জড়ো হয়ে শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করছিল। এ সময় দেশীয় অস্ত্র রাম দা, হাতকুড়াল, হকিস্টিক ও ককটেল দিয়ে ছাত্র-ছাত্রীদের ওপর হামলা চালানো হয়। রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের নির্দেশে অন্য আসামিরা নিরীহ ছাত্র-ছাত্রীদের ওপর এ হামলা করে। এ সময় ছাত্র-ছাত্রীদের এলোপাতাড়ি কুপিয়ে ও মারপিট করে গুরুতর জখম করা হয়।
অভিযোগে সাধারণ ছাত্র-ছাত্রীদের ওপর ককটেল বিস্ফোরণ করা হয় বলেও জানানো হয়।
ওই মামলার আসামিদের মধ্যে আছে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দার টোটন (৬০), জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনিক জোয়ার্দার (৩৫), সাবেক সাধারণ সম্পাদক মো. জানিফ (২৮), সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসাইন জ্যাকী (৩২), জেলা যুবলীগের সদস্য আলমগীর আজম খোকা (৪৫), শরিফ হোসেন দুলু (৪৫), যুবলীগ নেতা কামরুজ্জামান (চাঁদ) (৪০), স্বেচ্ছাসেবক লীগ নেতা তাপু (৩০), সাবেক পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু (২৭) প্রমুখ।
সদর থানার ওসি শেখ সেকেন্দার আলী বলেন, চুয়াডাঙ্গা পৌর এলাকার কলোনি পাড়ার মৃত খাজেম উদ্দীনের ছেলে শাহাবুদ্দীন আহম্মেদ বাদী হয়ে সদর থানায় একটি মামলাটি দায়ের করেছেন। ওই মামলায় মোট ৫৬ জনের নাম উল্লেখসহ ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী সদর থানার পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে।
দখলের সংক্রমণ থেকে বেরই হতে পারছে না রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতাল। দখলের থাবায় ক্রমে আয়তন কমছে বিশেষায়িত এই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটির। সীমানা প্রাচীরের বাইরে জমি দখল করে গড়ে উঠেছে সাততলা বস্তি, ঘর, দোকান, কাঁচাবাজারসহ বিভিন্ন স্থাপনা।
৪ ঘণ্টা আগেঅবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের কঠোর নির্দেশনার পর রংপুরের বদরগঞ্জের প্রশাসন কিছুটা তৎপর হয়ে উঠলেও ঘাটাবিল শহীদ স্মৃতি বালিকা উচ্চবিদ্যালয় ঘেঁষে প্রধান শিক্ষকের অবৈধ দুটি ইটভাটা বন্ধ করতে পারেনি বলে জানা গেছে।
৫ ঘণ্টা আগে২০ বছর আগে গ্রাহককে প্রদান করা ঋণের টাকা আদায় না করায় উদাসীনতার দায়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) রৌমারী উপজেলা কার্যালয়ের জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। বিআরডিবি, কুড়িগ্রামের উপপরিচালককে এ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন...
৬ ঘণ্টা আগেবরিশাল নগরের পোর্ট রোড মোকাম এখন ইলিশের বদলে তরমুজে সয়লাব। রোজায় আগাম এ ফলের যেমন চাহিদা, তেমনি দরও চড়া। কিন্তু শঙ্কার বিষয় হলো, আগাম আসা এ তরমুজের একাংশ এখনো অপরিপক্ব। অতি মুনাফার লোভে কৃষক অতিরিক্ত রাসায়নিক ও হরমোন প্রয়োগ করে বাজারে তুলেছেন। এ কারণে স্বাদের তরমুজ অনেকটা বিস্বাদ।
৬ ঘণ্টা আগে