Ajker Patrika

খুলনায় শনাক্ত ও মৃত্যুর নতুন রেকর্ড

প্রতিনিধি, খুলনা
আপডেট : ০৭ জুলাই ২০২১, ১৫: ৪৬
খুলনায় শনাক্ত ও মৃত্যুর নতুন রেকর্ড

খুলনা বিভাগে করোনায় আবারও মৃত্যু ও শনাক্তের রেকর্ড ভেঙেছে। গত ২৪ ঘণ্টায় আগের রেকর্ড ভেঙে বিভাগে সর্বোচ্চ ৬০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে সর্বোচ্চ ১ হাজার ৯০০ জনের। আজ বুধবার (০৭ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন। 

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ২১ জনের মৃত্যু হয়েছে খুলনায়। কুষ্টিয়ায় ১১ জন, ঝিনাইদহে সাতজন, যশোরে ছয়জন, চুয়াডাঙ্গায় পাঁচজন, নড়াইলে চারজন, বাগেরহাটে তিনজন, মেহেরপুরে দুজন ও মাগুরায় একজন মারা গেছেন। 

গতকাল মঙ্গলবার বিভাগে একদিনে সর্বোচ্চ ১ হাজার ৮৬৫ জনের করোনা শনাক্তের কথা জানায় স্বাস্থ্য বিভাগ। একই সময় বিভিন্ন হাসপাতালে মৃত্যু হয় ৪০ জনের। এর আগে গত সোমবার খুলনা বিভাগে একদিনে সর্বোচ্চ ৫১ জনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য বিভাগ। আর একইদিন ১ হাজার ৪৭০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

এদিকে গত বছর থেকে এ পর্যন্ত বিভাগের ১০ জেলায় মারা গেছেন মোট ১ হাজার ৩৬৫ জন। মোট শনাক্ত হয়েছে ৬৫ হাজার ৭৯৯ জন। আক্রান্ত হয়ে এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৩ হাজার ৩৭৮ জন। এর আগে সোমবার (০৫ জুলাই) খুলনা বিভাগে সর্বোচ্চ ৫১ জনের মৃত্যু হয়েছিল। আর মঙ্গলবার (০৬ জুলাই) সর্বোচ্চ ১ হাজার ৮৬৫ জনের শনাক্তের রেকর্ড হয়েছিল। এদিকে চিকিৎসকেরা বলছেন আক্রান্তদের মধ্যে অধিকাংশ গ্রামের। 

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের সর্বোচ্চ শনাক্ত হয়েছে খুলনায়। জেলায় ১৬৯৫ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৫৮৫ জনের। আক্রান্তের হার ৩৪ শতাংশ। এ পর্যন্ত জেলায় করোনা শনাক্ত হয়েছে ১৭ হাজার ৫৬০ জনের। এ সময় মোট মারা গেছেন ৩৪৮ জন এবং সুস্থ হয়েছেন ১১ হাজার ৯৪৩ জন। 

এ ছাড়া বিভাগে নতুন করে বাগেরহাটে ১১৮ জন, সাতক্ষীরায় ১১১ জন, যশোরে ৩৭৩ জন, নড়াইলে ৫১ জন, মাগুরায় ৭৩ জন, ঝিনাইদহে ১৫৬ জন, কুষ্টিয়ায় ২৩৪ জন, চুয়াডাঙ্গায় ১৩০ জন, মেহেরপুরে ৫৯ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে। 

এ ব্যাপারে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র সুহাষ রঞ্জন হাওলাদার বলেন, করোনার প্রথম ঢেউয়ে শহরের অধিকাংশ সচেতন মানুষ টিকা নিয়েছেন। শহরের মানুষ স্বাস্থ্য সচেতন বেশি। কিন্তু গ্রামের মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা অনেক কম। যে কারণে করোনার দ্বিতীয় ঢেউয়ে গ্রামের মানুষ আক্রান্ত বেশি হচ্ছে। তিনি সকলকে স্বাস্থ্য সচেতন হওয়ার আহ্বান জানান। সচেতন না হলে করোনা সংক্রমণরোধ সম্ভব নয় বলে তিনি জানান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত